TRENDING:

প্যাথলজি ল্যাব এবারে আসবে বাড়িতে, সেখানেই ফটাফট পরীক্ষা-রিপোর্ট

Last Updated:

রাজ্যের রাজধানী ভোপালে এই পাইলট প্রজেক্ট শুরু হওয়ার পরে, মানুষকে পরীক্ষার জন্য এখানে-সেখানে ঘোরাঘুরি করতে হবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভোপাল: স্বাস্থ্য পরিষেবার বিষয়ে সকলেই সচেতন। এমন পরিস্থিতিতে বিরাট সুবিধা পেতে চলেছে ভোপালের বাসিন্দারা। ভারত সরকার এবং স্বাস্থ্য মন্ত্রক ক্রমাগত সারা দেশে স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে নিযুক্ত রয়েছে। এ জন্য নানা ধরণের পরিকল্পনাও চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাইক সুবিধা নিয়ে প্যাথলজি ল্যাব চালু করা হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় ভারতের ৫টি শহরে এই প্রকল্প চালু করা হবে। এর মধ্যে ভোপালকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
advertisement

সরকারের এই প্রকল্প স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করতে যাচ্ছে। ডাঃ মঞ্জু জানান, এই প্রকল্পের আওতায় সাধারণ নাগরিকেরা বাইকেরা প্যাথলজিতে সিবিসি, লিভার ফাংশন, ডায়াবেটিস, হিমোগ্লোবিন, থাইরয়েড সহ ৩২ ধরণের পরীক্ষা নিরীক্ষার সুবিধা পাবেন। মোবাইল প্যাথলজি মানুষের ঘরে ঘরে গিয়ে পরীক্ষা করবে।

আরও পড়ুন -  Ram Navami: এই রামনবমীতে তৈরি হচ্ছে বিশেষ পবিত্র যোগ, ভাগ্য বদলে যাবে এই কাজ করলে

advertisement

তাদের পর্যবেক্ষণ করা হবে

আমরা আপনাকে বলি যে বাইকের এই প্যাথলজি ল্যাবরেটরি ভোপালের গান্ধি মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগ দ্বারা পর্যবেক্ষণ করা হবে। লক্ষণীয় বিষয় হল, এই প্রকল্পকে সফল করতে স্বাস্থ্য দফতর সম্ভাব্য সব রকমের চেষ্টা করছে। ডাঃ মঞ্জুর নেতৃত্বে এই কাজটি করা হবে।

আরও পড়ুন - Tulsi Gach: যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলে নবরাত্রিতে করুন এই কাজ, নাহলেই সংসারে উথাল-পাথাল

advertisement

 

এই শহরগুলিতেও পরিকল্পনা করুন

ভোপাল ছাড়াও এই পাইলট প্রকল্পে গুয়াহাটি, চেন্নাই, জম্মু-কাশ্মীর এবং পাটনা অন্তর্ভুক্ত হয়েছে। এই পাইলট প্রকল্পের নিরীক্ষণ দিল্লির সফদরজং হাসপাতালের মেডিসিন বিভাগ এবং ICMR-এর বিশেষজ্ঞরা করবেন। এই প্রকল্পের সাফল্যের পর সারাদেশে তা বাস্তবায়ন করা যাবে বলে মনে করা হচ্ছে।

 ঘরে ঘরে থাকা মানুষ উপকৃত হবে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জলপাইগুড়ির ধুপগুড়িতে এবার আইআইটি বাবা, মোনালিসা! কালীপুজোয় বিরাট আয়োজন
আরও দেখুন

রাজ্যের রাজধানী ভোপালে এই পাইলট প্রজেক্ট শুরু হওয়ার পরে, মানুষকে পরীক্ষার জন্য এখানে-সেখানে ঘোরাঘুরি করতে হবে না। তাঁরা ঘরে বসেই প্যাথলজি টেস্ট করানো এবং রিপোর্ট পাওয়ার সুবিধা পাবেন। এ ছাড়া তারা চাইলেই প্যাথলজি টেস্ট করাতে  পারবেন৷

বাংলা খবর/ খবর/দেশ/
প্যাথলজি ল্যাব এবারে আসবে বাড়িতে, সেখানেই ফটাফট পরীক্ষা-রিপোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল