আরও পড়ুন: উৎসবের মরসুমে চালু হচ্ছে কার্শিয়ং-মহানদী রেডপাণ্ডা পর্যটক স্পেশাল ট্রেন! খুশি পর্যটকরা
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত প্রায় ১১ লক্ষ ৫৬ হাজার রেল কর্মী উপকৃত হবেন (Bonus announced in Indian Railways)৷ অনুরাগ ঠাকুর জানান, সাধারণত প্রতি বছর ৭২ দিনের বেতন বোনাস হিসেবে ঘোষণা করা হয়৷ কিন্তু এ বছর নরেন্দ্র মোদি সরকার ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে দেওয়ার ঘোষণা করেছে৷ রেল কর্মীদের উৎসবের বোনাস দিতে কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে প্রায় ১৯৮৫ কোটি টাকা খরচ হবে৷ ২০২০-২১ অর্থবর্ষের কাজের ভিত্তিতে এই বোনাস পাবেন রেলকর্মীরা৷
advertisement
২০১৯-২০ অর্থবর্ষেও রেলকর্মীদের ৭৮ দিনের বেতন বোনাস হিসেবে দিয়েছিল মোদি সরকার৷ প্রায় ১১ লক্ষ ৫৮ হাজার রেলকর্মী এর ফলে উপকৃত হয়েছিলেন৷ ৭৮ দিনের বেতন বাবদ সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা বোনাস বেঁধে দিয়েছিল রেল মন্ত্রক৷