এ দিন ওই বাংলো থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে কংগ্রেস নেত্রী এবং রাহুল গান্ধির বোন প্রিয়াঙ্কা গান্ধিকে৷ মনে করা হচ্ছে, রাহুল ওই বাংলোয় থাকতে শুরু করার আগে সবকিছু ঠিকঠাক আছে কি না, তা নিজে খতিয়ে দেখতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা৷
আরও পড়ুন: বাংলাকে ভাগ করার চক্রান্ত! বিজেপি নেতাদের ‘বঙ্গভঙ্গ’ সওয়াল নিয়ে আক্রমণ মমতার
advertisement
এর আগে সাংসদ হিসেবে নয়াদিল্লির ১২ নম্বর তুঘলক রোডের বাংলোয় থাকতেন রাহুল৷ প্রসঙ্গত, গত লোকসভা অধিবেশনের মধ্যেই মোদি পদবী নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রাহুলকে দোষী সাব্যস্ত করে আদালত৷ সেই নির্দেশের পরই রাহুলের সাংসদ পদ খারিজ হয়৷ ফলে ১২ নম্বর তুঘলক রোডের বাংলোটি ছাড়তে হয়েছিল রাহুলকে৷
যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে সাংসদ পদ ফিরে পান রাহুল৷ এর পর ফের তুঘলক রোডের ওই বাংলোটিই রাহুলের জন্য বরাদ্দ করা হয়েছিল৷
লোকসভা নির্বাচনে বায়বরেলি থেকে জিতে আবারও সাংসদ হন রাহুল৷ কেরলের ওয়ানাড আসন থেকেও জয় পান তিনি৷ যদিও ওয়ানাডের সাংসদ পদটি ছেড়ে দেন তিনি৷