TRENDING:

CEC Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে 'ইমপিচমেন্ট' প্রস্তাব! রাহুলের নেতৃত্বে এবার বিরাট পদক্ষেপের পথে বিরোধীরা? এই 'ইমপিচমেন্ট' প্রস্তাব কী জানেন? কী হতে পারে এর ফলে?

Last Updated:

CEC Gyanesh Kumar: রবিবারই জ্ঞানেশ কুমার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং অন্যান্য বিরোধী নেতাদের উত্থাপিত ‘ভোট চুরির’ অভিযোগ বাতিল করে দিয়েছেন সংবিধানের বিধান এবং নির্বাচনী আইনের ধারাগুলি উদ্ধৃত করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বড় পদক্ষেপের পথে রাহুলরা
বড় পদক্ষেপের পথে রাহুলরা
advertisement

নয়াদিল্লি: বিরোধীদের তোলা ‘ভোট চুরির’ অভিযোগের মধ্যে, বিরোধী দলগুলি সংসদের বর্ষাকালীন অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারে বলে সোমবার একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সৈয়দ নাসির হুসেনকে উদ্ধৃত করে জানিয়েছে যে, দল প্রয়োজনে অভিশংসন প্রস্তাব সহ সকল গণতান্ত্রিক উপায় ব্যবহার করতে প্রস্তুত, যদিও এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি

advertisement

হুসেন বলেন, “যদি প্রয়োজন হয়, তাহলে আমরা নিয়ম মেনে গণতন্ত্রের সমস্ত অস্ত্র ব্যবহার করব। এখন পর্যন্ত (অভিশংসন সম্পর্কে) আমাদের কোনও আলোচনা হয়নি, তবে প্রয়োজনে আমরা যে কোনও কিছু করতে পারি।”

আরও পড়ুন: জগদীপ ধনখড়ের জায়গায় উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণণ! বিজেপির এই চালের আসল কারণ কী জানেন? চমকে উঠবেন মোদি-শাহের স্ট্র্যাটেজি শুনে

advertisement

প্রসঙ্গত, রবিবারই জ্ঞানেশ কুমার কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং অন্যান্য বিরোধী নেতাদের উত্থাপিত ‘ভোট চুরির’ অভিযোগ বাতিল করে দিয়েছেন সংবিধানের বিধান এবং নির্বাচনী আইনের ধারাগুলি উদ্ধৃত করে। তিনি রাহুল গান্ধির অভিযোগগুলিকে ভারতের সংবিধানের অপমান বলে অভিহিত করেছেন। রাহুল গান্ধীকে তার মন্তব্যের জন্য স্বাক্ষরিত হলফনামা জমা দিতে অথবা জাতির কাছে ক্ষমা চাইতেও বলেছেন।

advertisement

পরে, রাহুল গান্ধি পাল্টা কমিশনকে আক্রমণ করে অভিযোগ করেন যে নির্বাচন কমিশন তার কাছ থেকে হলফনামা চাইছে কিন্তু বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর যখন একই অভিযোগ করেন তখন তা করেন না। তাঁর কথায়, “নির্বাচন কমিশন আমার কাছ থেকে হলফনামা চায়। কিন্তু যখন অনুরাগ ঠাকুর আমি যা বলছি, সেই একই কথা বলেন, তখন নির্বাচন কমিশন তার কাছ থেকে হলফনামা চায় না।”

advertisement

প্রসঙ্গত, সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনারকে সরানো যায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো একই প্রক্রিয়ায়অর্থাৎ সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব পাস করাতে হয়অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করতে হলে সংসদের দুই কক্ষেই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে। যদিও সেই সংখ্যা বিরোধীদের নেই। কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ী বলেন,”আমরা দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেব।” অর্থাৎ, দেশের প্রধান নির্বাচন কমিশনারকে সরাতে এবার ইমপিচমেন্টের পথে হাঁটতে চলেছেন বিরোধীরা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
CEC Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে 'ইমপিচমেন্ট' প্রস্তাব! রাহুলের নেতৃত্বে এবার বিরাট পদক্ষেপের পথে বিরোধীরা? এই 'ইমপিচমেন্ট' প্রস্তাব কী জানেন? কী হতে পারে এর ফলে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল