গ্রেফতারির পর দিল্লির সেই খুনে প্রেমিক আফতাব আমিন পুনেওয়ালা এখন দিল্লি পুলিশের হাতে বন্দি৷ জেলে থাকা সেই আফতাবের ছবি এবার সামনে এলো৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জেলের মেঝেতেই কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আফতাব৷
advertisement
২৮ বছর বয়সি আফতাব যে কাণ্ড ঘটিয়েছে, তার পরে তাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে নারাজ দিল্লি পুলিশ৷ কড়া নজরদারিতে রাখা হয়েছে আফতাবকে৷ আফতাবের সঙ্গে অবশ্য একই সেলে অন্য এক বন্দিকে দেখা গিয়েছে৷
আরও পড়ুন: ফ্রিজে প্রেমিকার টুকরো টুকরো দেহ, ফ্ল্যাটে অন্য মহিলাদের ডেকে সঙ্গমে মাতত আফতাব
এ দিন সকালে অবশ্য আফতাবকে জেল থেকে বের করে নিয়ে গিয়েছিল পুলিশ৷ যে জঙ্গলে আফতাব বান্ধবী শ্রদ্ধার দেহাংশ ফেলে এসেছিল, তদন্তের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তাকে৷
আফতাবকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পাচ্ছেন তদন্তকারীরা৷ পুলিশকে আফতাব নিজেই জানিয়েছে, বান্ধবীকে নৃশংস ভাবে খুন করার পরেও অন্য একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল সে৷ এমন কি, ফ্রিজে বান্ধবীর টুকরো টুকরো করা দেহ ভরে রেখে পাশের ঘরেই মহিলাদের সঙ্গে যৌনতায় মেতে উঠত সে৷