#নয়াদিল্লি: শনিবার প্রকাশিত হল এবছরের দ্বাদশ শ্রেণির CBSE পরীক্ষার ফলাফল ৷ পাশের হারে ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা ৷ যেখানে ছাত্রীদের পাশের হার ৮৮.৫৮ %, সেখানে ছাত্রদের পাশের হার ৭৮.৮৫% ৷
এবারের CBSE-র ক্লাস টুয়েলভের রেজাল্টে বাজিমাত করল তিনকন্যা ৷ ছেলেদেরকে সমান তালে টেক্কা দিয়ে মেধাতালিকায় প্রথম তিনটি স্থানই পেয়েছেন ছাত্রীরা ৷ সার্বিকভাবেই ছেলেদের তুলনায় ভাল ফল করেছে মেয়েরা।
advertisement
মেধাতালিকায় প্রথম তিনজনের মধ্যে রয়েছে তিন জন ছাত্রী ও একজন ছাত্র ৷
প্রথম হয়েছেন দিল্লির মনফোর্ট স্কুলের ছাত্রী সুকৃতী গুপ্তা ৷ সুকৃতীর প্রাপ্ত নম্বর ৪৯৭ ৷
৪৯৬ দ্বিতীয় হয়েছেন টেগোর পাবলিক স্কুলের ছাত্রী পালক গোয়েল ৷
যুগ্ম তৃতীয় হয়েছে হরিয়ানার সেন্ট টেরেজা কনভেন্টের ছাত্রী সোমিয়া ও চেন্নাইয়ের পিএসবিবি সেকেন্ডারি স্কুলের ছাত্র অজিশ ৷ দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৯৫ ৷
এবছর CBSE পরীক্ষা শুরু হয়েছিল মার্চের ১ তারিখ ৷ শেষ হয়েছিল এপ্রিলের ২২ তারিখ ৷ পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফলপ্রকাশ ৷ এবছর পরীক্ষা দিয়েছিল মোট ১০,৬৭,৯০০ পড়ুয়ারা ৷ তার মধ্যে ৪,৪৬,৬৪১ জন ছাত্র ও ৬,২১,২৫৯ জন ছাত্রী ছিল। ২০১৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০,৪০,৩৬৯ ৷
আজ থেকে আগামী ৪ জুন পর্যন্ত রেজ়াল্ট পরবর্তী কাউন্সেলিং করা হবে পড়ুয়াদের।
পরীক্ষার্থীরা তাদের রেজালেট দেখতে পাবেন যে লিঙ্কগুলিতে -
www.results.nic.in
www.cbseresults.nic.in
www.cbse.nic.in