সোমবার ১৩ জুলাই দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ করেছিল সিবিএসই। যার মধ্যে প্রথম স্থানে ছিল জওহর নবোদয় বিদ্যালয়ের পরীক্ষার্থীরা আর দ্বিতীয় স্থানে ছিল কেন্দ্রীয় বিদ্যালয় । বোর্ডের প্রকাশিত রেজাল্ট অনুযায়ী, চলতি বছর সিবিএসই দশম শ্রেণীতে বাজিমাত করেছে কেন্দ্রীয় বিদ্যালয়ের পরীক্ষার্থীরা এবং দ্বিতীয় স্থানে রয়েছে জওহর নবোদয় বিদ্যালয়।
cbse.nic.in, www.results.nic.in, www.cbseresults.nic.in- এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখতে পাবেন পড়ুয়ারা ৷ ওয়েবসাইটে রেজাল্ট দেখতে হলে সাইটে দেওয়া রেজাল্ট লিঙ্কের উপর ক্লিক করে স্কুলের কোড ও রোল নম্বর দিয়ে চেক করা যাবে ফলাফল ৷
advertisement
জেনে নিন কোন কোন স্কুল রয়েছে সেরা ৫-এ:
১) কেন্দ্রীয় বিদ্যালয়- ৯৯.২৩%
২) জওহর নবোদয় বিদ্যালয় (JNV) - ৯৮.৬৬%
৩) সেন্ট্রাল টিবেটিয়ান স্কুলস অ্যাডমিনিস্ট্রেশন (CTSA) - ৯৩.৬৭% টিবেতিয়ান
৪) ইন্ডিপেনডেন্ট - ৯২.৮১%
৫) সারকারি স্কুল - ৮০.৯১%
চলতি বছর ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার বেশি। মেয়েদের পাশের হার ৯৩.৩১ শতাংশ আর ছেলেদের পাশের হার ৯০.১৪ শতাংশ। ত্রিবান্দ্রমে পাশের হার সবথেকে বেশি ৷ ত্রিবান্দ্রম থেকে পাশ করেছে ৯৯.২৮ শতাংশ পড়ুয়া, চেন্নাই থেকে পাশ করেছে ৯৮.৯৫ শতাংশ, আর বেঙ্গালুরুতে পাশের হার ৯৮.২৩ শতাংশ ৷