দ্বাদশ শ্রেণীর মতো দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষাতেও বাজিমাত করেছে ছাত্রীরা ৷ ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি ৷ পাশের হারে সব রাজ্যকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে কেরলের তিরুবনঅন্তপুরম ৷ কেরলে পাশের হার ৯৯.৮৪% ৷ তারপর রয়েছে চেন্নাই। সেখানে পাশের হার ৯৯.৬৯ শতাংশ।
কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কুল জওহরলাল নবোদয় বিদ্যালয়ে পাশের হার ৯৮.৮৭ শতাংশ। কেন্দ্রীয় বিদ্যালয়গুলির পাশের হার ৯৮.৮৫ শতাংশ। বেসরকারি স্কুলগুলির পাশের হার ৯৭.৭২ শতাংশ। সরকারি স্কুলগুলির পাশের হার ৮৬.৬১ শতাংশ।
advertisement
এবারে মোট ১৪,৯৯, ১২২ জন পরীক্ষার্থী বোর্ডের পরীক্ষায় বসেছিলেন ৷ যার মধ্যে ছাত্রের সংখ্যা ৮,৯২,৬৮৫ ও ছাত্রীর সংখ্যা ছিল ৬,০৬,৪৩৭ জন ৷
এই ওয়েবসাইটগুলোতে লগ ইন করে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পারবেন -
www.cbsc.nic.in
www.results.nic.in
www.cbseresults.nic.in
এছাড়াও ফোন করেও জানা যাবে পরীক্ষার রেজাল্ট জানা যাবে ৷ রেজাল্ট জানতে ফোন করতে হবে-
011 2430 0699 এবং 011 -28127030