গ্রেফতার ওই রেল কর্মকর্তা উত্তর প্রদেশের নর্থ ইস্টার্ন রেলওয়ের (এনইআর) গোরক্ষপুর শাখায় প্রধান ম্যাটারিয়াল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গোরক্ষপুর, নয়ডা ও উত্তর প্রদেশের বাড়ি থেকে আড়াই কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: বনগাঁ লোকালে এ কী করে বসলেন দুই মহিলা! চটপট ছবি উঠল মোবাইলে, ঝরল রক্তও
advertisement
সিবিআই জানিয়েছে, গ্রেফতার হওয়া ওই অফিসারের নাম কেসি জোশি। তিনি ইন্ডিয়ান রেলওয়ে স্টোরস সার্ভিসের (আইআরএসএস) ১৯৮৮ ব্যাচের কর্মকর্তা। ৩ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেফতার করে সিবিআই।
আরও পড়ুন: মহিলার গোপনাঙ্গে ধাতব শব্দ! বনগাঁর সীমান্তে যা উদ্ধার হল, চক্ষু চড়কগাছ সকলের
সিবিআই সূত্রে খবর, সম্প্রতি জোশি রেল মন্ত্রকের ট্রাক সরবরাহকারী এক ফার্মের মালিকের কাছ থেকে ৭ লাখ টাকা দাবি করেন। ওই ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার সময় সিবিআই তাঁকে গ্রেফতার করে। এর পর তাঁর বাড়ি ও অফিসে তদন্ত চালাতেই উদ্ধার হয় ‘ঘুষের পাহাড়’। এর পরই তাঁকে গ্রেফতার করা হয় ও ধৃতের বিরুদ্ধে মামলাও রুজু করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।