TRENDING:

চিদম্বরমের বাড়িতে উপস্থিত সিবিআই, পাঁচিল টপকে বাড়ির ভিতর প্রবেশ করলেন সিবিআই আধিকারিক

Last Updated:

সিবিআই তদন্তকারীদের সঙ্গে ছিলেন ইডির প্রতিনিধিরাও। চিদম্বরমের সঙ্গে রয়েছেন দুই আইনজীবী। রয়েছেন অভিষেক মনু সিংভি ও কপিল সিবল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:    ২৭ ঘণ্টা পরে কংগ্রেসের সদর দফতরে আত্মপ্রকাশ করেছেন পি চিদম্বরম । INX Media মামলায় তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই ও তাঁর বিরুদ্ধে সরাসরি মিথ্যাচার করা হচ্ছে, স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি ।সাংবাদিক সম্মেলনের পর জোড়বাগে নিজের বাড়িতে ফিরেছেন চিদম্বরম । ঘটনার নয়া মোড় এখানেই ।
advertisement

চিদম্বরমের বাড়ির প্রধান ফটক বন্ধ ছিল ও তাই রীতিমত বাড়ির পাঁচিল টপকে চিদম্বরমের বাড়িতে ঢুকে পড়লেন সিবিআই অফিসাররা । সিবিআই দলে ১৫-২০ জন আধিকারিক উপস্থিত হয়েছেন চিদম্বরমের বাড়িতে ও ভিতরে ঢুকে গেট খোলেন সিবিআই অফিসার ।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

সিবিআই  তদন্তকারীদের সঙ্গে ছিলেন ইডির প্রতিনিধিরাও। চিদম্বরমের সঙ্গে রয়েছেন দুই আইনজীবী। রয়েছেন অভিষেক মনু সিংভি ও কপিল সিবল।

বাংলা খবর/ খবর/দেশ/
চিদম্বরমের বাড়িতে উপস্থিত সিবিআই, পাঁচিল টপকে বাড়ির ভিতর প্রবেশ করলেন সিবিআই আধিকারিক