TRENDING:

Manish Sisodia: সিবিআই এফআইআর-এ এক নম্বরে নাম, মদ নীতি কাণ্ডে বিপাকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া

Last Updated:

সিবিআই-এর অভিযোগ, দিল্লিতে সিসোদিয়া যে নতুন মদ নীতি চালু করেন, তাতে উপ রাজ্যপালের অনুমতি ছাড়াই মদ বিক্রি করা যাবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: দিল্লির সরকারের মদ নীতি নির্ধারণে দুর্নীতির অভিযোগে দায়ের করা সিবিআই-এর এফআইআর-এ এক নম্বরে রয়েছে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার নাম৷ সিসোদিয়া সহ মোট ১৫ জনের নামে এফআইআর দায়ের করেছে সিবিআই৷
বিপাকে সিসোদিয়া৷
বিপাকে সিসোদিয়া৷
advertisement

সিবিআই-এর অভিযোগ, সিসোদিয়া ঘনিষ্ঠকে পাঁচ কোটি টাকা দিয়েছিলেন সমীর মহেন্দ্রু নামে এক মদ ব্যবসায়ী৷ এর পাশাপাশি সিসোদিয়ার আরও এক ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীর থেকে নগদে দুই থেকে চার কোটি টাকা সংগ্রহ করেছিলেন বলেও এফআইআর-এ উল্লেখ করেছে সিবিআই৷

আরও পড়ুন: নগদে ৫ কোটি ৬৩ লাখ, সঙ্গে ৪৬ লাখের গাড়ি! অনুব্রতর বিরুদ্ধে মুখ খুললেন বীরভূমের ব্যবসায়ী

advertisement

এ দিন সকাল থেকেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়ি সহ সাতটি রাজ্যের ৩১টি জায়গায় তল্লাশি চালায় সিবিআই৷ ১২ ঘণ্টা ধরে এই তল্লাশি অভিযান চলে৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সিসোদিয়া৷ তিনি দিল্লির এক্সাইস দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী৷

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালও সিসোদিয়ার পাশে দাঁড়িয়েছেন৷ আম আদমি পার্টিও সিসোদিয়ার পাশে দাঁড়িয়ে বিবৃতি দিয়েছে৷ এফআইআর-এ সিসোদিয়া ছাড়াও বেশ কয়েকজন সরকারি আধিকারিকের নাম রয়েছে৷ এ ছাড়াও সিসোদিয়ার ঘনিষ্ঠ তিন জনের নাম রয়েছে এফআইআর-এ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সিবিআই-এর অভিযোগ, দিল্লিতে সিসোদিয়া যে নতুন মদ নীতি চালু করেন, তাতে উপ রাজ্যপালের অনুমতি ছাড়াই মদ বিক্রি করা যাবে৷ গত নভেম্বর মাসে এই নতুন নীতি চালু করা হয়৷ যদিও ৩০ জুলাই তা প্রত্যাহার নেওয়া হয়৷ এর পরেই সিবিআই তদন্তের সুপারিশ করেন উপরাজ্যপাল ভি কে সাক্সেনা৷

বাংলা খবর/ খবর/দেশ/
Manish Sisodia: সিবিআই এফআইআর-এ এক নম্বরে নাম, মদ নীতি কাণ্ডে বিপাকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল