শনিবার রাতে নিরাপত্তা রক্ষীরা হঠাৎই পাথর ভাঙার আওয়াজ পেয়ে ছুটে যায় রাষ্ট্রপতি ভবনের পিছন দিকে৷ সেখানে গিয়েই উদ্ধার হয় গুহা ৷
সেই গুহা থেকেই বেরিয়ে আসেন ৬৮ বছর বয়সি গাজী নুরুল ৷ নুরুলের কথায়, প্রায় ৪০ বছর ধরে তিনি এখানেই থাকেন ৷ সামনের মসজিদে তিনি কাজ করেন৷ নুরুল জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমদ তাঁকে পরিবারের লোকদের উর্দু শেখানোর জন্য রেখেছিলেন ৷ তখন থেকেই এই গুহাতে থাকেন তিনি৷
advertisement
তবে একা গাজী নুরুল নন, এই গুহায় তাঁর সঙ্গে থাকতেন তাঁর ২০ বছর বয়সি ছেলেও ৷ তাঁদের কাছ থেকে ভোটার কার্ড, পাসপোর্ট ও ইলেকট্রিক বিলও ! গাজী নুরুল উত্তরপ্রদেশের বাসিন্দা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2016 7:21 PM IST