TRENDING:

রাষ্ট্রপতি ভবনের পাশে উদ্ধার গুপ্ত গুহা, ৪০ বছর ধরে এখানে থাকেন এক ব্যক্তি !

Last Updated:

এমনিতে রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা বেশ কঠোর ৷ নিরাপত্তারক্ষীদের নজর বাঁচিয়ে কাক-পক্ষীও ঢুকতে পারে না এই ভবনে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এমনিতে রাষ্ট্রপতি ভবনের নিরাপত্তা বেশ কঠোর ৷ নিরাপত্তারক্ষীদের নজর বাঁচিয়ে কাক-পক্ষীও ঢুকতে পারে না এই ভবনে ৷ কিন্তু সেই রাষ্ট্রপতি ভবনের পাশ থেকেই উদ্ধার হল একটি গুহা ! তবে শুধু গুহাই নয়, ৪০ বছর ধরে এই গুহায় বাস করতেন ৬৮ বছর বয়সি গাজী নুরুল !
advertisement

শনিবার রাতে নিরাপত্তা রক্ষীরা হঠাৎই পাথর ভাঙার আওয়াজ পেয়ে ছুটে যায় রাষ্ট্রপতি ভবনের পিছন দিকে৷ সেখানে গিয়েই উদ্ধার হয় গুহা ৷

সেই গুহা থেকেই বেরিয়ে আসেন ৬৮ বছর বয়সি গাজী নুরুল ৷ নুরুলের কথায়, প্রায় ৪০ বছর ধরে তিনি এখানেই থাকেন ৷ সামনের মসজিদে তিনি কাজ করেন৷ নুরুল জানিয়েছেন, প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমদ তাঁকে পরিবারের লোকদের উর্দু শেখানোর জন্য রেখেছিলেন ৷ তখন থেকেই এই গুহাতে থাকেন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে একা গাজী নুরুল নন, এই গুহায় তাঁর সঙ্গে থাকতেন তাঁর ২০ বছর বয়সি ছেলেও ৷ তাঁদের কাছ থেকে ভোটার কার্ড, পাসপোর্ট ও ইলেকট্রিক বিলও ! গাজী নুরুল উত্তরপ্রদেশের বাসিন্দা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
রাষ্ট্রপতি ভবনের পাশে উদ্ধার গুপ্ত গুহা, ৪০ বছর ধরে এখানে থাকেন এক ব্যক্তি !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল