বর্ষার অভাবে কর্ণাটক প্রবল জলসঙ্কটের মোকাবিলা করছে ৷ তার মধ্যে এই নির্দেশ! সুপ্রিম কোর্টের এদিনের নতুন নির্দেশ বেঙ্গালুরু বাসিন্দাদের ক্ষোভের আগুনে ঘি ঢালে ৷ গত ৫ সেপ্টেম্বর কর্ণাটক সরকারকে তামিলনাড়ুর জন্য প্রতিদিন কাবেরীর ১৫ হাজার কিউসেক জল ছাড়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ এই নির্দেশ খারিজের আর্জি জানিয়ে ফের সুপ্রিম কোর্টে দরবার করে কর্ণাটক সরকার ৷ সোমবার কর্ণাটকের আবেদন শুনে সু্পিম কোর্ট ১৫ হাজার কিউসেকের বদলে জল ছাড়ার পরিমাণ কমিয়ে ১২ হাজার কিউসেক করে দেয় ৷ আগামী ২০ সেপ্টেম্বর অবধি তামিলনাড়ুকে প্রতিদিন ১২ হাজার কিউসেক জল ছাড়তে হবে কর্ণাটককে ৷ এই রায়ের পরই উত্তেজনা ছড়ায় বেঙ্গালুরু, মাইসোরে ৷
advertisement
তামিলনাড়ুগামী বাস, ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয় ৷ শহর জুড়ে তামিল দোকানপাটে ভাঙচুর চালানো হয় ৷ বেঙ্গালুরু মাইসোরের তামিল বাসিন্দাদের উপর হামলার আশঙ্কায় তাদের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর ৷
বেঙ্গালুরু সহ আশেপাশের শহরে অশান্তি মোকাবিলায় মোতায়েন CRPF, RPF, CISF ৷ কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ হাজার হোমগার্ড ও ১৮৫ কর্নাটক রিজার্ভ পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ বিকেল ৫টা থেকে বেঙ্গালুরু শহর জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা ৷ এছাড়া পাণ্ডাভাপুরাতেও ১৪৪ ধারা জারি করা হয়েছে ৷ বেঙ্গালুরুতে স্তব্ধ মেট্রো পরিষেবা ৷ স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে ৷
২০ সেপ্টেম্বরের পর ফের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আদালতে আবেদন জানাবে কর্নাটক ৷ কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর জানান, ‘সুপ্রিম কোর্ট জল ছাড়র পরিমাণ কমিয়েছে কিন্তু সময়সীমা বাড়িয়ে দিয়েছে ৷ তাতে আমাদের কি লাভা হল? আমরা ২০ সেপ্টেম্বরের পর আবার আবেদন করব ৷’
ভারতে আসা আমেরিকান পর্যটকদের নিয়ে চিন্তিত আমেরিকান দূতাবাস ৷ আমেরিকার তরফে একটি বিবৃতি জারি করে ভারতের অশান্ত জায়গাগুলিকে এড়িয়ে চলার উপদেশ দেওয়া হয়েছে ৷
অশান্ত বেঙ্গালুরুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ৷ মঙ্গলবার সকালে হবে মন্ত্রিসভার জরুরি বৈঠক ৷