TRENDING:

থানার ভিতর পুলিশের হাতে শ্লীলতাহানির শিকার হল দুই বোন !

Last Updated:

রক্ষকই ভক্ষকের রূপে ! যেখানে গিয়ে বিচার পাওয়ার আশা, সেখানেই চরম সম্মানহানি ! ঠিক এরকমই ঘটল উত্তরপ্রদেশের মৈনপুরি এলাকার থানায় ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: রক্ষকই ভক্ষকের রূপে ! যেখানে গিয়ে বিচার পাওয়ার আশা, সেখানেই চরম সম্মানহানি ! ঠিক এরকমই ঘটল উত্তরপ্রদেশের মৈনপুরি এলাকার থানায় ৷
advertisement

খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের মৈনপুরি এলাকার থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করতে এসেছিলেন দুই বোন ৷ অভিযোগ নেওয়ার বাহানায় দুই বোনের সঙ্গে আপত্তিজনক আচরণ শুরু করে দায়িত্বে থাকা পুলিশ অফিসার ৷ এমনকী, থানার সিসিটিভি ফুটেজে উঠে এল পুলিশকর্মীর আপত্তিকর দৃশ্য ! সিসিটিভিতে দেখা গিয়েছে, অভিযুক্ত পুলিশকর্মী ঈশ্বরী প্রসাদ দুই বোনের দেহে আপত্তিজনক ভাবে স্পর্শ করেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

সিসিটিভি দেখা মাত্রই নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন ৷ আপাতত, অভিযুক্ত পুলিশকর্মীদের সাসপেন্ডও করা হয়েছে ৷ মৈনপুরির সার্কেল অফিসারকে ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার রাজেশ এস। তিনি সাফ জানিয়েছে দিয়েছেন, কোনও অবস্থাতেই অভিযোগকারীদের সঙ্গে খারাপ ব্যবহার বরদাস্ত করা হবে না।

বাংলা খবর/ খবর/দেশ/
থানার ভিতর পুলিশের হাতে শ্লীলতাহানির শিকার হল দুই বোন !