বিজ্ঞপ্তি প্রকাশ করে বুধবার ভারতীয় রির্জাভ ব্যাঙ্ক জানিয়েছে, এবার এটিএম ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যত বার খুশি টাকা তোলার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না ৷ একইসঙ্গে এবার থেকে এটিএম ও ব্যাঙ্ক মিলিয়ে সপ্তাহে সর্বোচ্চ ২৪ হাজার টাকা তুলতে পারা যাবে বলে জানিয়েছিল RBI ৷ পূর্ব নিয়ম অনুসারে, সপ্তাহে এটিএম-এর মাধ্যমে মাত্র ১০ হাজার টাকাই তোলা যেত ৷ কিন্তু সেভিংস অ্যাকাউন্টেও সপ্তাহে সর্বোচ্চ টাকা তোলার সীমা ছিল ২৪,০০০ টাকা ৷
advertisement
নোট বাতিলের পর থেকে বার বার বদলেছে টাকা তোলার নিয়ম ৷ ৩০ জানুয়ারি ২০১৭-তে শেষ বার এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়িয়েছিল RBI ৷ তখন প্রতি অ্যাকাউন্ট থেকে দিনে মাত্র ১০,০০০ হাজার টাকা তোলার নিয়ম জারি হয়েছিল ৷
নোট বাতিলের পর টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু নতুন নির্দেশিকা চালু করেছিল কেন্দ্রীয় সরকার ৷ এর জেরে হয়রানির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে ৷ দেশ থেকে কালো টাকা দূর করার উদ্দেশ্যে নভেম্বর ৮ তারিখ ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পুরনো ব্যাঙ্ক জমা দেওয়ার শেষ দিন ছিল ডিসেম্বর ৩০ ৷ এরপর এটিএম থেকে টাকা তোলার উর্ধ্বসীমা সপ্তাহে ২৫০০ থেকে বাড়িয়ে ৪৫০০ টাকা করা হয় ৷ কিন্তু সপ্তাহে ২৪,০০০ টাকা তোলার নিয়মে কোনও বদল আনা হয়নি ৷ তবে এবার তা বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷