শুক্রবার তেলেঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় বিজাপুর হাইওয়েতে দুটি গাড়ির সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মৈনাবাদ মণ্ডলের কানাকামামিদি এলাকার তাজ ড্রাইভ-ইনের কাছে। এই ঘটনায় দুটি গাড়ি একে অপরকে সজোরে ধাক্কা দেয়।
আরও পড়ুন: আশঙ্কাই সত্যি হল, দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন গিল! কে সুযোগ পাবেন তাঁর জায়গায়?
advertisement
আহতদের তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে স্থানান্তর করা হয়। জানা গিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যরাও যথেষ্ট আঘাত পেয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এই দুর্ঘটনা নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।
এছাড়াও, মহারাষ্ট্রের রায়গড় জেলার তামহিনি ঘাট এলাকায় একটি SUV রাস্তা থেকে ছিটকে ৪০০ ফুট গভীর খাদে পড়ে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন, এমনটাই পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে।
আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে নির্যাতনের মিথ্যা মামলা দায়ের! সাড়ে ৩ বছরের জেল হল তরুণীর
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি মঙ্গলবার সকালে ঘটেছিল, তবে কর্মকর্তাদের দুই দিন পরে জানানো হয়। কর্তৃপক্ষের মতে, বৃহস্পতিবার সকালে একটি ড্রোন ক্যামেরার সাহায্যে থারটি খুঁজে পাওয়া যায়। নিহতেরা প্রত্যেকেই ১৮ থেকে ২২ বছর বয়সি। সোমবার রাতে তারা পুনে থেকে পাহাড়ি পথে ঘুরতে বেরিয়েছিল, তখনই এই দুর্ঘটনা ঘটে।
