কংগ্রেস ত্যাগ করে নতুন দল পঞ্জাব লোক কংগ্রেস তৈরি করেছিলেন অমরিন্দর সিং৷ তাঁর বিজেপি-তে যোগদানের সঙ্গে সেই দলেরও কার্যত অবলুপ্তি ঘটল৷ অমরিন্দরের নতুন দলও বিজেপি-র সঙ্গে মিশে যাচ্ছে৷অমরিন্দর সিং-এর সঙ্গেই তাঁর অনুগামী সাতজন প্রাক্তন বিধায়ক এবং একজন প্রাক্তন সাংসদও আজ বিজেপি-তে যোগ দিচ্ছেন৷
আরও পড়ুন: প্রধানমন্ত্রী মোদি কি সত্যিই লেন্সে কভার না সরিয়ে চিতার ছবি তুলেছিলেন? জেনে নিন
advertisement
সম্প্রতি লন্ডন থেকে শিরদাঁড়ায় অস্ত্রোপচার করিয়ে ফিরেছেন অমরিন্দর সিং৷ এক বছর আগে তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর কংগ্রেস ত্যাগ করে নতুন দল গঠন করেন ক্যাপ্টেন৷ গত বিধানসভা নির্বাচনে পঞ্জাবে বিজেপি-র সঙ্গে জোট বেঁধে লড়াই করেও খুব একটা সুবিধা করতে পারেনি অমরিন্দর সিং-এর নতুন দল পঞ্জাব লোক কংগ্রেস৷
কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন অমরিন্দর সিং৷ এর পরেই তিনি জানিয়েছিলেন, পঞ্জাবের সার্বিক উন্নতি, জাতীয় নিরাপত্তা এবং পঞ্জাবে বেড়ে চলা মাদক সন্ত্রাস রুখতে অমিত শাহের সঙ্গে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে তাঁর৷ এর পর থেকেই তাঁর বিজেপি-তে যোগদানের জল্পনা বেড়েছিল৷