রা-ওয়ান ছবিতে ইন্টারন্যাশনাল Rapper এবং সিঙ্গার এ্যাকনের গাওয়া ছম্মক ছল্লো গানটি অনেকেরই জনপ্রিয় ৷ কিন্তু এই ‘ছম্মক ছল্লো’ শব্দটি ব্যবহার নিয়েই বিতর্কের সূত্রপাত ৷ তবে সিনেমায় নয়, বাস্তবে ৷
মুম্বইয়ের থানে এলাকায় এক যুবক প্রতিবেশী এক মহিলাকে ‘ছম্মক ছল্লো’ বলে সম্বোধন করায় শুরু হয় সমস্যা ৷ যুবকের এহেন আচরণে প্রতিবেশী মহিলাটি অপমানিত বোধ করায় থানার দ্বারস্থ হন ৷ কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার কোনও রকম অভিযোগ দায়ের করতে নারাজ ছিলেন ৷ শেষ অবধি ওই মহিলা সুবিচারের আশায় আদালতের কাছে যান ৷ সেখানে গিয়ে অবশ্য হতাশ হতে হয়নি তাঁকে ৷
advertisement
২০০৯ সালে ঘটা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আট বছর পর মুম্বই আদালত ঘোষণা করে ‘ছম্মক ছল্লো’ শব্দটি মহিলাদের উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা অসম্মানের ৷ এর জন্য ভারতীয় দণ্ডবিধির ৫০৯ ধারায় অভিযুক্ত যুবককে সাজা দেয় আদালত ৷
উল্লেখ্য, হিন্দি সিনেমা বা গানে এই শব্দের ব্যবহার নিয়ে কোনও নিষেধ বা মন্তব্য করেননি বিচারক ৷