আরও পড়ুন: দুর্নীতি রোধে পিছপা হন না, লন্ডনে নোটবন্দি প্রসঙ্গে মন্তব্য মোদির
লন্ডনের ওয়েস্টমিনস্টার হল। ভিড়ে ঠাসা হলে দর্শকাসন থেকে উঠে এল ২০১৬ সালের সেপ্টেম্বরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গ। সার্জিক্যাল স্ট্রাইকের ঘটনা উল্লেখ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ৷ ‘ভারত কি বাত, সবকে সাথ’ অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, কেউ যদি পিছন থেকে ছুরি মারার চেষ্টা করে ৷ তাহলে তাকে সেই ভাষাতেই জবাব দিতে জানে ভারত ৷
advertisement
আরও পড়ুন: ‘ধর্ষণ মানে ধর্ষণই, তার রাজনীতিকরণ করবেন না’, লন্ডনে বললেন মোদি
একইসঙ্গে মোদি আরও বলেন, ‘আমরা শান্তি চাই ৷ কিন্তু কেউ যদি দুনিয়া জুড়ে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করে ৷ তাহলে তাকে কড়া ভাষাতেই জবাব দেওয়া হবে ৷ সন্ত্রাসমূলক কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না ৷’
নরেন্দ্র মোদির এহেন মন্তব্যের পরই ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ভেসে আসে দর্শকাসন থেকে ৷ শুধু পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দেওয়াই নয় ৷ সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে এক অজানা কাহিনীও প্রকাশ্যে আনলেন নরেন্দ্র মোদি ৷ বলেন, প্রতিবেশী দেশের ঘরে ঢুকে শত্রু নিধন করে এসেও প্রথমেই সংবাদ মাধ্যমের কাছে সার্জিক্যাল স্ট্রাইকের কথা প্রকাশ্যে আনেনি তাঁর সরকার। আগে পাকিস্তানকে জানিয়ে, তারপরই গোটা বিশ্বকে জানানো হয়েছিল ৷
একইসঙ্গে এদিন প্রধানমন্ত্রী সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করেন ৷ বলেন, নির্ধারিত সময়ের আগেই পরিকল্পনা মাফিক শত্রুপক্ষকে খতম করে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় সেনারা ৷
একইসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেন, ভারতের ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অন্যের এলাকা দখল করতে কোনও আগ্রাসি মনোভাব গ্রহণ করেনি ভারত ৷ শুধু নিজেদের দেশ রক্ষার স্বার্থেই লড়েছে ভারত ৷ যার জেরে দেড় লক্ষ ভারতীয় সেনা অকালে প্রাণ হারিয়েছেন ৷