এই প্রথম নৌদিবসের অনুষ্ঠান দিল্লির বাইরে কোথাও অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে শঙ্কর মহাদেবনের মনমুগ্ধ করা লাইভ পারফরম্যান্স, সঙ্গী লয় আর এহসান... দর্শকদের কাছে সে ছিল এক স্বর্গীয় অনুভূতি। রামকৃষ্ণ বিচ-এ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন ভারতের রাষ্ট্রপতি তথা সশস্ত্র বাহিনীর সুপ্রিম কম্যান্ডার দ্রৌপদী মুর্মু। উপস্থিত ছিলেন নৌসেনার আরও বহু বিশিষ্ট পদাধিকারিকরা। শঙ্কর মহাদেবনের গানে যান্ত্রিক সঙ্গত দেয় খোদ ভারতীয় নৌসেনার আধিকারিকরা।
advertisement
গানের ভিডিওর পরিচালনা করেছেন সঞ্জীব শিবন ও দীপ্তি পিল্লাই শিবন। নৌদিবসের অনুষ্ঠানে সামিল হতে হাজির ছিলেন হাজার-হাজার দর্শক। সৈকতের ধার আলিকমালায় সেজে উঠেছিল। দর্শকদের দেখার জন্য ছিল নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস খঞ্জর, আইএনএস কির্চ, ডেসট্রয়ার আইএনএস দিল্লি, ফ্রিগেট আইএনএস সাহিয়াদ্রি, ডেসট্রয়ার আইএনএস কোচি