কমিশন অবশ্য পঞ্চায়েত ভোটে মনোনয়নের দিন না বাড়ালেও প্রতিদিন মনোনয়ন দাখিলের জন্য দু’ ঘণ্টা বাড়ানোর প্রস্তাব দিয়েছে হাইকোর্টে ৷ এ দিন পঞ্চায়েত ভোট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের সামনে এই প্রস্তাব দেন কমিশনের আইনজীবী৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর দায়ের করা দুটি জনস্বার্থ মামলার শুনানি এ দিন শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে৷
advertisement
এ দিন হাইকোর্টে সওয়াল জবাব চলাকালীন বার বারই মনোনয়ন পর্ব কম সময় নিয়ে বিরোধীদের তোলা অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম৷ এ দিন হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷
২০১৮ সালে যে ভাবে ভোটের বিজ্ঞপ্তি, মনোনয়ন প্রক্রিয়া এবং ভোটের দিনক্ষণ ঠিক করেছিল, এ বারও সেই পথেই কমিশন ভোটের দিনক্ষণ ঠিক করলে সমস্যা এড়ানো যেত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি৷ যদিও সেই অনুযায়ী এখন মনোনয়নের দিনক্ষণ সাজালে পঞ্চায়েত ভোটই কম বেশি এক সপ্তাহ পিছিয়ে যেতে পারে৷
এ দিন কমিশনের ভোট ঘোষণায় তাড়াহুড়ো নিয়েই কার্যত প্রশ্ন তুলে প্রধান বিচারপতি বলেন, ‘২০১৮ সালে পঞ্চায়েত ভোট বিজ্ঞপ্তির ৫ দিন পর থেকে শুরু হয় মনোনয়ন শুরু হয়েছিল৷ এটাই তো মামলাকারীরা তাঁদের অভিযোগে বলছেন। সকাল ১০ টায় বিজ্ঞপ্তি এবং সকাল ১১ টায় মনোনয়ন কীভাবে? বিগত বছরের ভোটে এমনটা তো করা হয়নি? ২০১৮ সালের ভোটে বিজ্ঞপ্তি হয় ২৭ মে আর মনোনয়ন শুরু হয় ২ জুন থেকে।বিজ্ঞপ্তির দিন বাদ দিলেও, ৫ দিন পর থেকে সেবার মনোনয়ন হয়৷ কমিশন যদি বিজ্ঞপ্তির দিন বাদ দিয়ে ৫ দিন পর থেকে মনোনয়ন পর্ব শুরু হয় সেক্ষেত্রে ১৫ থেকে ২১ জুন পর্যন্ত মনোনয়ন জমার প্রক্রিয়া চলবে৷ স্ক্রুটিনি হবে ২৩ জুন৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হবে ২৬ জুন।’
আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহার নিয়ে কড়া নির্দেশ নির্বাচন কমিশনের, জেলায় জেলায় পৌঁছল বার্তা
রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী পঞ্চায়েত ভোট হবে ৮ জুলাই৷ কিন্তু হাইকোর্টের পরামর্শ অনুযায়ী ২০১৮ সালের মডেলে মনোনয়ন প্রক্রিয়া নতুন করে সাজালে পঞ্চায়েত ভোট করতে হবে ১৪ জুলাই৷
এ দিন আদালতে শুভেন্দু অধিকারীর আইনজীবী নতুন নির্বাচন কমিশনার নিয়োগ এবং তড়িঘড়ি ভোট ঘোষণার প্রক্রিয়া নিয়েই প্রশ্ন তোলেন৷
হাইকোর্টের কমিশনের আইনজীবী যুক্তি দেন, পঞ্চায়েত আইন অনুযায়ী মনোনয়নের সময়সীমা একদিনই বাড়ানো সম্ভব৷ মনোনয়নের দিন বাড়ানোর বদলে প্রতিদিন ১১ থেকে ৩টের বদলে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন দখলের সময়সীমা বাড়া্নোর প্রস্তাব দেন কমিশনের আইনজীবী৷
এ দিন অবশ্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ভোট করানো নিয়েও কমিশনের অস্বস্তি বাড়িয়েছেন প্রধান বিচারপতি৷ শুনানি চলাকালীন প্রধান বিচারপতি মন্তব্য করেন, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের অবস্থানের র্মূল্যায়ন হওয়া উচিত৷
কমিশনের আইনজীবী অবশ্য আদালতে জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী এবং অস্থায়ী কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা নিয়ে আদালতের নির্দেশ মেনে চলবে কমিশন৷