CAIT এর তরফে জানানো হয়েছে কোভিডের কারণে অর্থব্যবসার উপর বিপুল প্রভাব পড়েছে ৷ অন্যদিকে, কোভিড ১৯-এ মৃতের সংখ্যা বেড়েই চলেছে ৷ কেন্দ্র সরকারকে এর মধ্যে সিদ্ধান্ত নিতে হবে কোনটা বেশি জরুরি ৷
দেশজুড়ে ১৫ দিনের লকডাউনের দাবি জানিয়েছে CAIT-
CAIT এর জাতীয় সভাপতি বি সি ভারতিয়া এবং সাধারণ সম্পাদক প্রবীণ খান্ডেওয়াল জানিয়েছেন, এই সংখ্যা কেবল দেশের অর্থব্যবস্থা কমজোর করার পাশাপাশি দেশের ব্যবসার উপরেও প্রভাব ফেলছে ৷ কিন্তু এর মধ্যে করোনায় যে ভাবে মৃতের সংখ্যা বেড়ে চলেছে সেটি কোনও ভাবেই অবহেলা করা সম্ভব নয় ৷ ক্যাটের তরফে আরও বলা হয়েছে, ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য মানব সম্পদ হ্রাস, অর্থনীতি ও অর্থব্যবস্থার মতোই গুরুত্বপূর্ণ। ক্যাটের তরফে সাবধান করে বলা হয়েছে, সময় মতো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী দিনে দেশ আরও কঠিন সময়ের সম্মুখিন হতে চলেছে ৷ পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা উপর বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ বেড ও অক্সিজেন সুনিশ্চিত করতে হবে ৷
advertisement
রাহুল গান্ধি ইতিমধ্যেই কেন্দ্র সরকারের কাছে দেশজুড়ে লকডাউনের দাবি জানিয়েছেন ৷ ট্যুইটে জানিয়েছেন, করোনার সঙ্গে মোকাবিল কেবল পূর্ণ লকডাউনের মাধ্যমে সম্ভব ৷