অন্যদিকে, জাতীয় রাজনীতি এই মুহূর্তে সরগরম অভিন্ন দেওয়ানী বিধি নিয়ে। অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আরও বিস্তারিত আলোচনার দাবি জানাল কংগ্রেস। আজ সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ বিবেক তানখা। আইন কমিশনের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। তাঁর কথায়, সংস্কৃতিক বিভেদ মানুষের পরিচয় নির্ধারণ করে। ফলে, একদিকে, তাকে রক্ষা করে দেশের অখণ্ডতা রক্ষা করা সম্ভব হবে, আবার অন্যদিকে বলা হচ্ছে অভিন্নতা দেশের অখণ্ডতা রক্ষা করে। তিনি বৈঠকে আরও বলেছেন, অনেক দেশই এখন বৈচিত্রকে রক্ষা করতে চাইছে। তারফলে দেশের গণতন্ত্রের মহিমা বৃদ্ধি হয়। ট্যুইটার হ্যান্ডেলে লিখিত বিবৃতিতে পোস্ট করেছেন তিনি।
advertisement
আরও পড়ুন – Amarnath Yatra: অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার কালো ছায়া, ঢুকে পড়েছে জঙ্গি, অ্যালার্টে সেনা
সূত্রের খবর, এদিনের বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি আনার পক্ষে বক্তব্য রাখেন কর্মিবর্গ ও আইন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সুশীল মোদি। একইসঙ্গে উত্তর পূর্ব এবং বেশ কিছু এলাকার আদিবাসী সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধির আওতার বাইরে রাখার কথা বলেন। যদিও তারফলে দেওয়ানি বিধি অভিন্ন রাখার বাস্তবতা নিয়ে প্রশ্ন ওঠে।
আরও পড়ুন – Cyclonic Circulation: ২৪ ঘণ্টার পর আবহাওয়ায় বড় চেঞ্জ, গরম থেকে বাঁচতে বৃষ্টিই ভরসা, কখন,কোথায়
শিবসেনার উদ্ধব ঠাকরে শিবিরের সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী জানান, তাহলে সারা দেশে কীভাবে অভিন্ন হল? এর মাধ্যমে ফের একবার বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে এল।” দিন কয়েক আগে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে গভীর রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে একটি বৈঠক করে বিজেপি। সংসদের আসন্ন বাদল অধিবেশনেও এ নিয়ে বিল পেশ হতে পারে বলে জানা গিয়েছে।
গত মঙ্গলবার মধ্যপ্রদেশে বিজেপি কর্মীদের সামনে বক্তৃতা করতে গিয়েও দেশের সব রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু নিয়ে জোড়াল সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী মোদি৷ ২২তম আইন কমিশন অভিন্ন দেওয়ানি বিধির সমস্ত দিক বিবেচনা করে প্রয়োজনীয় খসড়া তৈরি করবে। যদিও এই বিতর্কিত বিধির বিরোধিতা করে ২১তম আইন কমিশন। তাদের দাবি, দেশে এই মুহূর্তে এই ধরনের কোনও বিধির প্রয়োজন বা প্রত্যাশা কোনওটাই নেই।
RAJIB CHAKRABORTY