আরও পড়ুন নরেন্দ্র মোদিকে কুমন্তব্য করার অভিযোগে পুলিশের জালে বিখ্যাত পরিচালক
একের পর এক বিতর্কে জড়িয়ে স্মৃতির হাতছাড়া হয়েছে এই গুরুত্বপূর্ণ মন্ত্রক, মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্মৃতির সম্মানপ্রদান নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ৷ প্রতিবাদ করেছেন শিল্পীরা ৷ এছাড়াও ভুয়ো খবর নিয়ে সংবাদমাধ্যমের ওপর স্মৃতির নিষেধাজ্ঞাকেও ভাল চোখে নেননি প্রধানমন্ত্রী, মত অনেকেরই ৷ তারই ফল ভুগতে হল ইরানিকে ৷ এর আগেও একাধিক বির্তকের ফলে তাঁর থেকে কেড়ে নেওয়া হয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ এই নিয়ে ৪বছরে পাঁচবার বদল হলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ৷
advertisement
আরও পড়ুন মোদি-শাহের কেরামতিতেই কর্ণাটকে প্রত্যাবর্তন ইয়েদুরাপ্পার
অর্থ মন্ত্রক ছাড়াও অরুন জেটলির দায়িত্বে ছিল কর্পোরেট বিষয়ক মন্ত্রকও ৷ সাময়িকভাবে সেই দায়িত্ব পালন করবেন পীযুশ ৷ শিল্পপতীদের সঙ্গে তাঁর সুসম্পর্কের ফলেই তাঁকে এই দায়িত্ব সমলাতে হবে বলেই জানা যাচ্ছে ৷ দার্জিলিং-এর সাংসদ এস এস আলুওয়ালিয়াকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে ৷