TRENDING:

মন্ত্রক রদবদলে বাড়তি দায়িত্ব পীযুশকে, ক্ষমতা কমল স্মৃতির

Last Updated:

আরও একবার মন্ত্রক রদবদলের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী ৷ লোকসভা নির্বাচনের বছর খানেক আগেই গুরুত্বপূর্ণ দফতরের রদবদল চলল ৷ অরুণ জেটলি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত অর্থ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল পীযুশ গোয়েলকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: আরও একবার মন্ত্রক রদবদলের পথে হাঁটলেন প্রধানমন্ত্রী ৷ লোকসভা নির্বাচনের বছর খানেক আগেই গুরুত্বপূর্ণ দফতরের রদবদল চলল ৷ অরুণ জেটলি সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত অর্থ মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল পীযুশ গোয়ালকে ৷ তথ্য সম্প্রচার মন্ত্রক খুইয়ে স্মৃতি ইরানির দায়িত্বে থাকল শুধুমাত্র বস্ত্রমন্ত্রক ৷ তথ্য সম্প্রচার মন্ত্রী হলেন রাজ্যবর্ধন রাঠোর ৷এর আগে তিনি এই দফতরের প্রতিমন্ত্রি ছিলেন ৷
advertisement

আরও পড়ুন নরেন্দ্র মোদিকে কুমন্তব্য করার অভিযোগে পুলিশের জালে বিখ্যাত পরিচালক

একের পর এক বিতর্কে জড়িয়ে স্মৃতির হাতছাড়া হয়েছে এই গুরুত্বপূর্ণ মন্ত্রক, মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্মৃতির সম্মানপ্রদান নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে ৷ প্রতিবাদ করেছেন শিল্পীরা ৷ এছাড়াও ভুয়ো খবর নিয়ে সংবাদমাধ্যমের ওপর স্মৃতির নিষেধাজ্ঞাকেও ভাল চোখে নেননি প্রধানমন্ত্রী, মত অনেকেরই ৷ তারই ফল ভুগতে হল ইরানিকে ৷ এর আগেও একাধিক বির্তকের ফলে তাঁর থেকে কেড়ে নেওয়া হয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ৷ এই নিয়ে ৪বছরে পাঁচবার বদল হলেন তথ্য সম্প্রচার মন্ত্রী ৷

advertisement

আরও পড়ুন মোদি-শাহের কেরামতিতেই কর্ণাটকে প্রত্যাবর্তন ইয়েদুরাপ্পার

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অর্থ মন্ত্রক ছাড়াও অরুন জেটলির দায়িত্বে ছিল কর্পোরেট বিষয়ক মন্ত্রকও ৷ সাময়িকভাবে সেই দায়িত্ব পালন করবেন পীযুশ ৷ শিল্পপতীদের সঙ্গে তাঁর সুসম্পর্কের ফলেই তাঁকে এই দায়িত্ব সমলাতে হবে বলেই জানা যাচ্ছে ৷ দার্জিলিং-এর সাংসদ এস এস আলুওয়ালিয়াকে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মন্ত্রক রদবদলে বাড়তি দায়িত্ব পীযুশকে, ক্ষমতা কমল স্মৃতির