TRENDING:

NRC ও NPR-এর সম্পর্ক নেই, মানুষকে ভুল বোঝানো হচ্ছে: অমিত শাহ

Last Updated:

এখন NRC নিয়ে কোনও আলোচনা নয়, জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি বিতর্কে উত্তাল গোটা দেশ ৷ তার মাঝেই NPR-এ অনুমোদন কেন্দ্রের ৷ NRC ও NPR-এর সম্পর্ক নেই ৷ সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷
advertisement

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে অমিত শাহ বলেন,‘ NPR-এর তথ্য NRC-তে ব্যবহার নয় ৷ নাগরিকপঞ্জি ও ন্যাশনাল পপুলেশন রেজিস্টার সম্পূর্ণ আলাদা বিষয় ৷ ’একইসঙ্গে NRC ও NPR ইস্যুতে বিরোধীদের বিঁধতেও ছাড়েন না স্বরাষ্ট্রমন্ত্রী ৷ বলেন, ‘NRC ইউপিএ সরকারের তৈরি ৷ NRC,NPR নিয়ে ভুল বোঝানো হচ্ছে ৷ সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে ৷ সবকিছুতেই বিরোধিতা ওয়াইসির ৷ কারও নাগরিকত্ব কাড়া হবে না ৷ NPR কারও নাগরিকত্ব কাড়বে না ৷ নাগরিকত্ব দিতেই CAA ৷ সংখ্যালঘুদের ভয় পাওয়ার কিছু নেই ৷ NPR-এ কোনও নথি লাগবে না ৷’

advertisement

নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জি সহ এনপিআর-এরও বিরোধীতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ উল্লেখ্য, সম্প্রতিই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর-এর কাজও বন্ধ রাখার সিদ্ধান্ত কেন্দ্রকে জানিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নবান্ন সূত্রের খবর, আপাতত এনপিআর-এ সায় নেই রাজ্যের। আপত্তি জানায় কেরলও ৷ সেই প্রসঙ্গে বাংলা-কেরলের মুখ্যমন্ত্রীকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷ তিনি বলেন, ‘গরিব মানুষের জন্যই CAA ৷ রাজনীতির জন্য দয়া করে বিরোধিতা করবেন না ৷ রাজনৈতিক কারণেই এই অশান্তি ৷ বাংলায় তুলনামূলক কম অশান্তি ৷ বিরোধীদের বোঝানোর চেষ্টা করব ৷ কোনও রাজ্যে গরিব যেন বঞ্চিত না হন ৷ তার জন্য সবরকম চেষ্টা করব ৷’

advertisement

মঙ্গলবার ন্যাশনাল পপুলেশন রেজিস্টারে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ NPR চালু করতে বদ্ধপরিকর মোদি সরকার ৷ বিরোধীদের আপত্তি উড়িয়েই ন্যাশনাল পপুলেশন রেজিস্টার তৈরির কাজ শুরু করতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷ লাগবে না কোনও নথি, বায়োমেট্রিক তথ্য। মোবাইল অ্যাপেই পাওয়া যাবে NPR-এর যাবতীয় তথ্য, জানাল কেন্দ্র।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
NRC ও NPR-এর সম্পর্ক নেই, মানুষকে ভুল বোঝানো হচ্ছে: অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল