বিভিন্ন বিভাগে নন গেজেটেড শূন্যপদে নিয়োগের জন্য আলাদা আলাদা করে পরীক্ষা নয়, ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে নেওয়া হবে একটিই পরীক্ষা Common Eligibility Test (CET) ৷ এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের বিভিন্ন শূন্যপদে ও পাবলিক সেক্টর ব্যাঙ্কে যোগ্য কর্মপ্রার্থীদের নিয়োগ করা হবে ৷
বছরে ১.২৫ লাখ সরকারি চাকরির জন্য আলাদা আলাদা বিভিন্ন পরীক্ষা দেন প্রায় ২.৫ কোটি সরকারি চাকরিপ্রার্থী ৷ তার বদলে এবার থেকে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে নেওয়া হবে একটিই সর্বভারতীয় অনলাইন পরীক্ষা ৷ ওই পরীক্ষার স্কোরের ভিত্তিতেই হবে চাকরিপ্রার্থীর নির্বাচন ৷ বিভিন্ন সরকারি দফতর ও পাবলিক সেক্টর ব্যাঙ্ক শূন্যপদের নিরিখে ওই স্কোর দেখেই বেছে নেবেন প্রার্থী ৷ এর ফলে পরীক্ষার আয়োজন ও সেই সংক্রান্ত খাতে খরচ হওয়া সরকারের কোটি কোটি টাকা বাঁচবে ৷ চাকরিপ্রার্থীরাও বার বার পরীক্ষার ফর্ম ফিলাপ, পরীক্ষা দিতে বিভিন্ন কেন্দ্রে ছুটে যাওয়া এমন হয়রানি থেকে মুক্তি পাবেন ৷
advertisement
জানা গিয়েছে বছরে দু’বার ১২টি ভাষায় নেওয়া হবে এই CET ৷ প্রতি জেলার হেডকোয়াটার্রে থাকবে এর সেন্টার ৷ পরীক্ষার জন্য এক হাজার সেন্টার অর্থাৎ পরীক্ষা কেন্দ্র তৈরি করবে কেন্দ্র ৷ তবে এতে আবেদনের জন্য বয়সে কোনও ছাড় দেওয়া হবে না ৷ তবে সরকারি নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি-এর ক্ষেত্রে ছাড় বজায় থাকছে ৷ উল্লেখ্য, ২০২০-২১ অর্থবর্ষে বাজেট পেশের সময়ই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি ও Common Eligibility Test (CET) -এর কথা উল্লেখ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷