২৫ জানুয়ারি থেকে বাজেট সেশন চালু করার প্রস্তাবও দেওয়া হয়েছে ওই নোটে। আগামী বছর থেকে একই দিনে একইসঙ্গে পেশ হবে এই দুই বাজেট ৷
প্রায় নয় দশকের পুরনো পরম্পরা ভেঙে স্বাধীন ভারতে প্রথমবার রেলের জন্য কোনও আলাদা বাজেট থাকবে না ৷ বাজেট কাঠামো পুনর্গঠনের প্রস্তাব তুলে অর্থমন্ত্রী অরুণ জেটলি রেল বাজেটের সঙ্গে সাধারণ বাজেটকে সংযুক্ত করার কথা বলেন ৷ বুধবার দুই বাজেটের সংযুক্তিকরণের সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে সায় জানায় কেন্দ্রীয় মন্ত্রীসভা ৷ এর ফলে রেলের কর ঘাটতিও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের ঘাড়ে চাপবে।
advertisement
ক্যাবিনেটের অনুমোদনের পরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেন যে, আগামী অর্থবর্ষ থেকে শুধুমাত্র একটি বাজেটই পেশ করা হবে ৷ সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটকে মিলিয়ে দেওয়া হল ৷ তবে একইসঙ্গে অর্থমন্ত্রী নিশ্চিত করেছেন যে, এই বাজেট সংযুক্তিকরণের ফলে রেল মন্ত্রকের ক্ষমতায় কোনও প্রভাব পড়বে না ৷ একই প্রসঙ্গে রেলমন্ত্রী সুরেশ প্রভু বলেন, ‘রেলের স্বশাসনে কোনও প্রভাব পড়বে না ৷ রেলওয়ে বোর্ড পৃথক সত্ত্বা নিয়েই কাজ করবে ৷’
রেল বাজেটের সঙ্গে সাধারণ বাজেটকে সংযুক্ত করার প্রস্তাব দিয়েছিল দেবরয় প্যানেল ৷ শুধু সংযুক্তিকরণই নয়, বার্ষিক খরচ-খরচা ও ট্যাক্স প্রস্তাবের কথা ভেবে সাধারণ বাজেটকে প্রায় এক মাস এগিয়ে আনার পরিকল্পনাও নিয়েছে মোদি সরকার ৷ সেক্ষেত্রে ২৫ জানুয়ারি পেশ হবে ২০১৭ সাধারণ বাজেট ৷ সেই মতো বাজেটের প্রস্তুতিও শুরু হবে চলতি বছরের অক্টোবর মাসের শুরু থেকেই ৷ ৭ ফেব্রুয়ারির বদলে ৭ জানুয়ারিই জানা যাবে GDP মান ৷
তবে কেন্দ্রের এই সিদ্ধান্তে যবনিকা পড়ল ৯২ বছরের পুরনো পরম্পরায় ৷