এক নজরে দেখে নিন নতুন বিল অনুযায়ী কী কী নতুন নিয়ম চালু হতে চলেছে ?
১. নতুন বিল অনুযায়ী মদ্যপ বা মত্ত অবস্থায় গাড়ি চালালে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ৷ এই ক্ষেত্রে জরিমানার অঙ্ক পাঁচগুণ বাড়ানো হয়েছে ৷
২. গাড়ি চাপা দিয়ে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে (হিট অ্যান্ড রান) ২৫ হাজার থেকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ৷ পথ দুর্ঘটনার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে ৷
advertisement
৩. যদি কোনও নাবালক ট্রাফিক নিয়ম ভাঙে সেক্ষেত্রে দোষী হিসেবে ধরা হবে তাদের অভিভাবকদের। গাড়িটির রেজিস্ট্রেশন বাতিল করা হবে ৷ সাজা হতে পারে গাড়িরমালিকেরও ৷ এছাড়াও অভিভাবকদের ২৫ হাজার টাকা জরিমানা-সহ ৩বছরের জেল হতে পারে ৷
৪. হেলমেটবিহীন বাইক চালালে ২ হাজার টাকা জরিমানা ও লাইসেন্সও সাসপেন্ড করা হতে পারে ৷
৫. নির্ধারিত মাত্রার বেশি গতিতে গাড়ি চালালে জরিমানা হতে পারে ১ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।
৬. বিমা ছাড়া গাড়ি চালালে ২ হাজার টাকা জরিমানা বা তিন মাসের জেল হতে পারে।
৭.সিট বেল্ট না পরে গাড়ি চালালে জরিমানা হবে ১০০০ টাকা।
কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ি জানিয়েছেন, রোড সেফটি বিল একটি ঐতিহাসিক পদক্ষেপ ৷ হাজার হাজার মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করবে এই পদক্ষেপ ৷