TRENDING:

Viral News: ট্যাক্সিতে উঠলেন অন্তঃসত্ত্বা মহিলা, পথেই ঘনাল 'বিপদ'...! চালক যা করলেন, সবাই হতবাক!

Last Updated:

আপনি অনেক সময়েই শুনে থাকবেন পথচলতি মানুষ মরণাপন্ন মানুষকে ফেলে রেখে চলে যান। কিন্তু, এই দ্রুত চলতে থাকা জীবনে অনেক মানুষই অনেক সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুরুগ্রাম: আপনি অনেক সময়েই শুনে থাকবেন পথচলতি মানুষ মরণাপন্ন মানুষকে ফেলে রেখে চলে যান। কিন্তু, এই দ্রুত চলতে থাকা জীবনে অনেক মানুষই অনেক সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন। ঠিক এমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী রইল গুরুগ্রামের এক ঘটনা। এক ক্যাব চালকের ঘটনা সাক্ষী থাকল এমনই এক ঘটনার।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

Rapido Driver did this

byu/rohan_mehra_ ingurgaon

ঘটনাটি হল এক গর্ভবতী মহিলা ওই ক্যাব চালকের গাড়িতে উঠেছিলেন হাসপাতালের উদ্দেশে যাওয়ার জন্য। এরপর যা ঘটল তা শুনে রোমাঞ্চিত হবেন আপনিও। ঠিক কী ঘটেছিল সেইদিন?

আরও পড়ুন: মারাঠি বলতে না পারায় হেনস্থা! চড় থাপ্পড় খেতে হল বয়স্ক বাস কন্ডাক্টরকে, কোথায় জানুন…

advertisement

একটি সামাজিক মাধ্যমে এমনই একটি পোস্ট ভাগ করে নিয়েছেন রোহন মেহরা নামে এক ব্যক্তি। তিনি বলেন, ওই ক্যাব চালক গর্ভবতী মহিলাকে নিজে থেকেই হাসপাতালে নিয়ে যান। কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ফের ঘটে বিপত্তি। মহিলার প্রসব যন্ত্রণা ফের বাড়তে শুরু করে দেয়। এরপরে তিনি গাড়ির মধ্যেই শিশু প্রসব করেন।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে মাদ্রাসার ভেতর বর্বরতা, ১১ বছরের শিশুকে নির্মমভাবে প্রহার, ভিডিও ভাইরাল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আর এই গোটা প্রক্রিয়ায় সাহায্য করেন ওই ক্যাব চালক। গাড়ি চালকের এই ভুমিকায় প্রশংসা করেছেন নেটিজেনরা। প্রসবের পর ওই মহিলাকে হাসপাতালেও নিয়েও যান। এই ঘটনাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন রোহন মেহরা নামে ওই ব্যক্তি। জানা গিয়েছে ওই গাড়ি চালকের নাম বিকাশ। তাঁর এই কাজের জন্য নেটিজেনরাও মন্তব্য করেন এমন সাহায্য তো অনেক প্রিয়জনরাও করেন না। আবার অনেকে পরামর্শ দিয়েছেন ওই ট্যাক্সি চালককে বাড়িতে মধ্যাহ্নভোজের জন্য ডাকতে। এই শুনে রোহন জানান, অবশ্যই তিনি তা করবেন। এই পোস্ট রীতিমত এখন ভাইরাল।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: ট্যাক্সিতে উঠলেন অন্তঃসত্ত্বা মহিলা, পথেই ঘনাল 'বিপদ'...! চালক যা করলেন, সবাই হতবাক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল