এ বার দ্বিতীয় পর্বে আসছে বিষ্ময় বালিকা পূজা । অনূর্ধ্ব ১০ বিভাগে ইতিমধ্যেই বিশ্ব রেকর্ড রয়েছে তার । পাশাপাশি, পূজাই হল কনিষ্ঠতম এশিয়ান, যার সিক্স প্যাক অ্যাবস রয়েছে । ১২ মিনিট ৫০ সেকন্ডে ৩ কিমি দৌড় এবং ৪৮ মিনিটে ১০ কিমি দৌড়ের রেকর্ড গড়েছে পূজা । মামার কাছ থেকে দৌড়ের উৎসাহ পেয়েছে পূজা । মামা শরণ বুধিয়াই তার কোচ । দিনে ৮ ঘণ্টা কঠোর অনুশীলন করে বিষ্ণই । রাত তিনটে থেকে সকাল ৭টা পর্যন্ত চলে তার দৌড়ের প্রশিক্ষণ । তারপর স্কুল, পড়াশোনা, অন্যন্য কাজ । আবার বিকেলে অনুশীলন । তার যাবতীয় ট্রেনিংয়ের ব্যয়ভার গ্রহণ করেছে বিরাট কোহলি ফাউন্ডেশন ।
advertisement
পূজার লক্ষ্য যুব অলিম্পিকে অংশ নিয়ে দেশের হয়ে মেডেল জিতে আসা । খুদে এই প্রতিভা জানাচ্ছে, যুব অলিম্পিকে দৌড়ানোর জন্য দিনে ৮ ঘণ্টা করে অনুশীলন করে সে । পাশাপাশি, ডায়েটও করে । তার আশা, সে নিশ্চয়ই বিশ্বের মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করবে ।
BYJU'S-এর শোয়ে বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত থাকছেন মহিলাদের ১০০ মিটার দৌড়ের চ্যাম্পিয়ন দ্যুতি চাঁদ । পূজার ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর গলাতেও । তিনি বললেন, ‘‘আমি ভীষণ খুশি যে এ রকম ছোট শিশুরা বড় বড় স্বপ্ন নিয়ে এগিয়ে আসছে । এই ছোট্ট বয়সে পূজা অনেক আত্মত্যাগ করছে । আশা করছি খুব ভাল করবে ও ।’’
এই শোয়ে আসছে আরও এক অলিম্পিক ব্রোঞ্জ জয়ী খেলোয়ার । বিখ্যাত টেনিস তারকা লিয়েন্ডার পেজ । মেন্টর হিসাবে তিনিও পূজা’কে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন । লিয়েন্ডার বললেন, ‘‘প্রচুর এ রকম খেলোয়াড় রয়েছেন, কিন্তু তার মধ্যে কয়েকজনই মাত্র মেডেল জেতেন । একজন অলিম্পিক চ্যাম্পিয়ন হতে গেলে সবার আগে নিজের মানসিক স্বাস্থ্য ও অনভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় । এর পাশাপাশি শারীরিক ফিটনেস তো আছেই ।’’
পূজা ছাড়াও এই রিয়্যালিটি শোয়ে আসছে ১৩ বছরের paleontology আস্থা বিজু । ইতিমধ্যেই কনিষ্ঠতম paleontology হিসাবে ‘গ্লোবাল চাইল্ড প্রডিগি অ্যাওয়ার্ড ২০২০’ পেয়েছে সে । মাত্র পাঁচ বছর বয়স থেকে ফসিল ঘেঁটে জীবনের ইতিহাসের সূচনা নিয়ে পড়াশোনা শুরু করেছিল আস্থা । এখনও পর্যন্ত ১২০ ধরনের জীবাষ্ম সংগ্রহ করেছে আস্থা । এখনও পর্যন্ত সে নিজে ৬৭০০ ছাত্রছাত্রীকে paleontology বিষয়ে শিক্ষিত করেছে সে । তার ইচ্ছা এ ভাবেই আরও অনেকে paleontology বিষয়ে উৎসাহিত হয়ে পড়াশোনা শুরু করুক । ইতিমধ্যেই ইন্ডিয়া বুক রেকর্ডের তরফে ইয়ং paleontology অ্যাওয়ার্ডে ভূষিত হযেছে সে । বিশ্বের তিনটি ফসিল বেডে কাজ করছে আস্থা ।