অন্যদিকে, বাকি রাজ্যের উপনির্বাচনের দিকে নজর রাখলে দেখা যাবে সেখানে ভারতীয় জনতা পার্টিরই জয়জয়কার ৷ আট রাজ্যের দশ কেন্দ্রের মধ্যে ৬ টি জিতেছেন বিজেপি প্রার্থীরা। এই উপনির্বাচনের ফলে ফের প্রশ্ন তুলে দিল রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে। কর্নাটকের দু’টি কেন্দ্রের জয় কিছুটা মুখরক্ষা কংগ্রেসের।
দিল্লির রাজৌরিতে নরেন্দ্র মোদির দলের সামনে ধূলিসাৎ আপ ৷ আকালি দলের সঙ্গে জোট বেঁধে ১৪,৬৫২ ভোটের ব্যবধানে সহজ জয় পেয়েছে গেরুয়া বাহিনী ৷ এই আসনে দ্বিতীয় স্থানে লড়াই শেষ করেছে কংগ্রেস ৷ তৃতীয় স্থানে লড়াই শেষ করা আপ-এর জমানত বাজেয়াপ্ত হয়েছে ৷ দিল্লির রাজৌরি গার্ডেন উপনির্বাচনে জিতলেন বিজেপি’র মনজিন্দার সিং শিরসা। সেখানে আপের হরজিৎ সিং পেলেন মাত্র ১০ হাজার ২৪৩ টি ভোট। শুধু দিল্লি নয়, উপনির্বাচনে ঝড় গেরুয়া শিবিরের।
advertisement
রাজস্থানের ঢোলপুর ও মধ্যপ্রদেশের বান্ধবগড়ও ঢেকে গিয়েছে গেরুয়া আবিরে ৷ সহজ জয়ে বিধানসভা দখলে রেখেছে বিজেপি ৷ অসমের ধেমাজিতে উড়ল পদ্মের ধ্বজা ৷ হিমাচলের ভোরাঞ্জেও দখল জমিয়েছে বিজেপি ৷ ঝাড়খন্ডে জয় নিশ্চিত করেছে ঝাড়খন্ড মুক্তি মোর্চা ৷