রবিবার তিনি বলেন, "যে সমস্ত বাসচালক এবং হরিয়ানা রোডওয়েসের কর্মী শুক্রবার ক্রিকেটার ঋষভ পন্থের জীবন বাঁচিয়েছেন, আগামী প্রজাতন্ত্র দিবসের দিন তাঁদের সম্মানিত করবে উত্তরাখণ্ড সরকার।"
পুষ্কর ধামির কথায়, "বাসচালক এবং অপারেটরদের চোখের সামনে ঋষভ পন্থের গাড়ি ডিভাইডারে ধাক্কা লেগে বেশ কয়েকবার পর পর পাল্টি খায়। ওঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ঋষভকে উদ্ধার করেন। অপারেটররা যেভাবে এমন আপৎকালীন পরিস্থিতি সামলেছেন, তা প্রশংসাযোগ্য।"
advertisement
আরও পড়ুন: নতুন বছরে যাত্রাশুরু বন্দে ভারত এক্সপ্রেসের, ট্রেন ১৮-এর বিশেষত্ব জানলে চমকে যাবেন!
আরও পড়ুন: কুয়াশায় বর্ষবরণ, বছরের প্রথম দিনেই বাড়ল তাপমাত্রা! আবহাওয়ার বড় আপডেট
বর্তমানে উত্তরাখণ্ডের একটি হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেট দলের সদস্য ঋষভ। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। গত শুক্রবার, ৩০ ডিসেম্বর ভোরে দিল্লি-উত্তরাখণ্ড হাইওয়েতে ডিভাইডারে ধাক্কা লাগে ঋষভের গাড়ি। সেই সময় গাড়িতে একাই ছিলেন ঋষভ। তাঁর কপাল, পিঠ ও পা-এ আঘাত লেগেছে।
উত্তরাখণ্ড পুলিশ রবিবার জানিয়েছে, শুক্রবার ভোররাতে দিল্লি-উত্তরাখণ্ড হাইওয়ে দিয়ে গাড়ি চালানোর সময় ঘুমে চোখ লেগে গিয়েছিল ঋষভের। আর তাতেই ঘটেছিল দুর্ঘটনা।