দুর্ঘটনাটি শনিবার ভোরবেলা উয়ুনি এবং কোলচানি শহরের সংযোগকারী রাস্তায় ঘটে। এক বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটিকে বিপরীত লেনে নিয়ে গেলে মারাত্মক সংঘর্ষ হয়।
আরও পড়ুন: রাস্তায় মৃত্যুর তাণ্ডব! দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, এলাকায় তীব্র চাঞ্চল্য, জানুন ঘটনাটি…
পটোসির প্রাদেশিক পুলিশ কমান্ডের একজন মুখপাত্র জানান, “এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে ৩৯ জন আহত হয়ে উয়ুনি শহরের চারটি হাসপাতালে ভর্তি রয়েছেন, এবং ৩৭ জন প্রাণ হারিয়েছেন।” পুলিশ নিহত ও আহতদের শনাক্তকরণের কাজ চালাচ্ছে বলে জানানো হয়েছে।
advertisement
দুর্ঘটনাস্থলে একটি ক্রেন উল্টে যাওয়া বাসটিকে সোজা করার চেষ্টা চালাচ্ছিল, অন্যদিকে পুলিশ সদস্যরা ধ্বংসস্তূপের মধ্য থেকে মৃতদেহ বের করে কম্বলে মুড়িয়ে সরিয়ে নিচ্ছিলেন।
আরও পড়ুন: পাসপোর্টের নিয়মে বিশেষ পরিবর্তন, এখন থেকে ‘এই’ সার্টিফিকেট মাস্ট, জানুন…
প্রাথমিক তদন্ত অনুযায়ী, বাসগুলোর মধ্যে একটির চালক অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে বিপরীত লেনে ঢুকে পড়ে এবং এই মারাত্মক সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে বৈলিভিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।