মানুষের অত্যাচারে একটু ওলোটপালট হয়ে যাওয়া, অনেকটা দূষণ বেড়ে যাওয়া, আন্টার্টিকার গলে যাওয়া বরফ, বেড়ে যাওয়া জলস্তর, কমে যাওয়া সবুজ, ফিকে হয়ে যাওয়া অক্সিজেন, সবটাই আবার একটু একটু করে সাজিয়ে নিচ্ছে প্রকৃতি মা। নিস্তেজ হয়ে যাওয়া শহরে আজ বিনা চিন্তায় হেঁটে বেড়াচ্ছে হরিণ, নীলগাই, বাঘরোল, ভামের দল।
দিল্লি, মুম্বই, কলকাতার মতো ব্যস্ত শহরে কমেছে ধূলো-বালি, ধোঁয়া। পরিষ্কার আকাশে আরও পরিষ্কার বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছে সকলে। মাত্র কয়েকদিনেই দূষণ কমেছে উল্লেখযোগ্য হারে। শতছিদ্র হয়ে যাওয়া ওজন স্তরের ক্ষতে একটু একটু করে প্রলেপ লাগছে । আর সে কারণেই ৩০ বছর পর পঞ্জাবের জলন্ধর থেকে খালি চোখেই দেখা যাচ্ছে শেতশুভ্র হিমালয়কে। গতকাল জলন্ধরবাসীর ঘুম ভেঙেছে পরিষ্কার আকাশে হেলান দেওয়া হিমালয়কে প্রাণ ভরে দেখতে দেখতে। সোশ্যাল মিডিয়ার দেওয়ার ভরে উঠেছে এই অভূতপূর্ব দৃশ্যে।
advertisement
তারপর থেকে শুরু হয় সোশ্যাল মিডিয়ায় এই নিয়এ ট্রোল। কেউ লিখছে নয়ডা থেকে দেখা যাচ্ছে বুর্জ খলিফা তো কেউ লিখেছে ঝারখন্ড থেকে দেখা যাচ্ছে ব্যাংকক।