মুম্বই থেকে আহমেদাবাদ ৫০০ কিলোমিটার পথ এই বুলেট ট্রেন অতিক্রম করবে আড়াই ঘণ্টায়। রেলপথে থাকবে একাধিক টানেল। দীর্ঘ টানেলটি হবে ২১ কিলোমিটারের। এই টানেলের ৭ কিলোমিটার থাকবে সমুদ্রের নীচে। মুম্বই - আহমেদাবাদের মধ্যে মোট ১২টি স্টেশন হবে। বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এই প্রকল্পে ১ লক্ষ কোটি টাকা খরচ হবে।
advertisement
জাপানের ঋণে তৈরি হবে বুলেট ট্রেন ৷ ‘ভারত-জাপানের নয়া অধ্যায়ের সূচনা ৷ ২ বছর আগে বুলেট ট্রেন তৈরির প্রস্তাব দেন নরেন্দ্র মোদি ৷ প্রস্তাবে সাড়া দিয়েছে জাপান সরকার ৷ সহযোগিতা জাপানের একাধিক সংস্থারও ৷ পানে অভূতপূর্ব সাড়া বুলেট ট্রেনের’, বললেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, ‘আজ স্বপ্নের একটি প্রকল্পের সূচনা হল ৷ ভারত-জাপানের জন্য আজ ঐতিহাসিক দিন ৷ এই প্রকল্পের ফলে কর্মসংস্থান বাড়বে ৷ বুলেট ট্রেনের গতির মতোই এগোবে দেশ ৷ বুলেট ট্রেন পুরোপুরি সুরক্ষিত ৷ বুলেট ট্রেন পরিবেশবান্ধব একটি প্রকল্প ৷ প্রকল্পে প্রযুক্তিগত সাহায্যও দিচ্ছে জাপান ৷ জাপান ভারতের বন্ধু দেশ ৷ বুলেট ট্রেনের জন্য ৮৮ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে জাপান ৷ ০.১ % সুদে ৫০ বছরে মেটাতে হবে ঋণ ৷
কাছের বন্ধু জাপানকে অনেক ধন্যবাদ ৷’