এ দিন বাজেট পেশ করতে গিয়ে এমনই দাবি করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)৷ আর এই লক্ষ্যপূরণে প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্পের ( PM Gatishakti Scheme) উপরে বিশেষ জোর দেবে কেন্দ্রীয় সরকার৷ এ দিন বাজেট পেশ করতে গিয়ে শুরুতেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন নির্মলা সীতারমণ৷
আরও পড়ুন: আত্মনির্ভর ভারতের প্রশংসা অর্থমন্ত্রীর, ৬০ লক্ষ নতুন নিয়োগের দাবি নির্মলা সীতরমনের
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি, নতুন এই গতিশক্তি প্রকল্পে রেল, সড়কের মতো সাতটি ক্ষেত্রের পরিকাঠামো উন্নত করার উপরে জোর দেওয়া হবে৷ এই প্রকল্পের অধীনেই আগামী অর্থবর্ষে ২৫ হাজার কিলোমিটার জাতীয় সড়ক সম্প্রসারণের লক্ষ্যমাত্রা ঘোষণা করেন অর্থমন্ত্রী৷ এর জন্য বাজেটে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা জানিয়েছেন নির্মলা সীতারমণ৷
অর্থমন্ত্রী জানান, এবারের বাজেটে চারটি স্তম্ভের উপরে মূলত জোর দেওয়া হবে৷ তার মধ্যে রয়েছে উৎপাদনশীলতা বৃদ্ধি, পরিবেশ রক্ষায় উদ্যোগ, বিনিয়োগ এবং প্রধানমন্ত্রী গতিশক্তি প্রকল্প৷
অর্থমন্ত্রী দাবি করেছেন, আত্মনির্ভর ভারত প্রকল্পে দারুণ সাড়া মিলেছে৷ আগামী পাঁচ বছরে আত্মনির্ভর ভারত প্রকল্পের অধীনে বিভিন্ন ক্ষেত্রে ৬০ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেছেন অর্থমন্ত্রী৷