এবারও দু'দফায় হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন । প্রথম পর্বের অধিবেশন চলবে ৩১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব চলবে ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত। ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট (Budget 2022) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যদিকে, আসন্ন বাজেট অধিবেশনকে কেন্দ্র করে আদর্শ আচরণবিধি জারি করেছেন বেঙ্কাইয়া নাইডু। জানানো হয়েছে, সংসদের কোনও গুরুত্বপূর্ণ গোপন বিষয়কে সংসদের অনুমতি ছাড়া প্রকাশ্যে আনা যাবে না।
advertisement
আরও পড়ুন- মহারাষ্ট্র থেকে তামিলনাড়ুতে খুলছে স্কুল!কোন রাজ্যে কবে থেকে অফলাইন ক্লাস শুরু দেখুন
এই বিষয়টির উল্লেখ রয়েছে আদর্শ আচরণবিধিতে। জানানো হয়েছে বাজেট অধিবেশনের (Budget 2022) প্রথম দুই দিন লোকসভা এবং রাজ্যসভায় কোনও প্রশ্নোত্তর পর্ব থাকবে না। আরও বলা হয়েছে, সংসদ কক্ষে অধিবেশন চলাকালীন সংসদ সদস্যদের আরও বেশি দায়িত্ববান হতে হবে। জনতার সার্বিক উন্নয়নের কথা মাথায় রাখতে হবে। সংসদ কক্ষে ভাল আচরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠতে হবে। দেশের সংবিধান, আইন ও সংসদীয় মর্যাদাকে সবার উপরে মান্যতা দিতে হবে।
সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ করা আদর্শ আচরণবিধিকে মান্যতা দিতেও বলা হয়েছে। এমন কিছু করা যাবে না যা সংসদের কাজকে ব্যাহত করে। মানুষের ভালোর জন্য একজন সাংসদের সংসদীয় ক্ষমতাকে প্রমাণ করতে হবে। সার্বিক উন্নয়নের ভাবনাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সংসদের ভিতরের কোনও বিষয়ের ভোটাভুটির সময় যেন কোনও সাংসদ কোনও ধরনের প্রাপ্তির আশা না করেন, কোনওরকম অর্থ বা পারিশ্রমিক বা উপহার গ্রহণ না করেন, এই বিষয়েও সতর্ক করা হয়েছে।
RAJIB CHAKRABORTY