কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, 'প্রধানমন্ত্রী কুসুম যোজনা'য় প্রথম পর্যায়ে দেশের ২০ লক্ষ কৃষকদের জন্য সোলার পাম্প দেবে সরকার৷ তাঁর কথায়, 'সোলার শক্তির সাহায্যে অনুর্বর জমিতেও ফসল ফলাতে পারবেন কৃষকরা৷'
সীতারামন জানান, অপ্রচলিত শক্তিকে ব্যবহারে জোর দেওয়া অত্যন্ত জরুরি৷ সৌর ও বায়ুশক্তিকে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় মেশিন বসানোর উপর জোর দেওয়া হবে৷ তাই সোলার পাওয়ার ও বায়ুশক্তির জন্য মেশিনগুলিকে জিএসটি-র আওতার বাইরেই রাখা হতে পারে৷
advertisement
সৌরপ্রকল্পের জন্য জিএসটি কাউন্সিলে একটি সিদ্ধান্তের খসড়া ইতিমধ্যেই জমা করা হয়েছে৷ যাতে সৌরশক্তির জন্য যন্ত্রপাতির দাম কম করা যায়, তার জন্য বিশেষ ভাবে চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, 'অপ্রচলিত শক্তি ক্ষেত্রে এই বাজেটে আমরা বিশেষ ভাবে জোর দিচ্ছি৷ সৌরশক্তির ব্যবহার বাড়াতে সোলার রুফটপ প্রকল্পের আওতায় ১৭৫ গিগাওয়াট লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২০২০ সালে৷'