TRENDING:

Budget 2020: 'হয়তো দীর্ঘতম বাজেট বক্তৃতা, কিন্তু ফাঁপা-গালভরা,' প্রতিক্রিয়া রাহুলের

Last Updated:

কেন্দ্রের বাজেট বক্তৃতার পরেই তীব্র নিন্দায় সরব হন রাহুল৷ বিশেষ করে বেকারত্ব নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন তিনি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ বললেন, 'অসংলগ্ন একটা বাজেট৷ শুধু ফালতু কথা৷ ২ ঘণ্টা ৪৫ মিনিটের বক্তৃতায় শুধু একই কথা বারবার বলে গেলেন অর্থমন্ত্রী৷'
advertisement

কেন্দ্রের বাজেট বক্তৃতার পরেই তীব্র নিন্দায় সরব হন রাহুল৷ বিশেষ করে বেকারত্ব নিয়ে কেন্দ্রকে তুলোধনা করেন তিনি৷ বলেন, 'এই মুহূর্ত দেশের সব থেকে বড় সমস্যা হল বেকারত্ব৷ কর্মসংস্থান তৈরিতে সরকারের কোনও সুর্নিদিষ্ট পরিকল্পনা নেই৷ কী ভাবে যুবকরা চাকরি পাবে, তার দিশা নেই৷ সরকারের শুধু ৪টে গালভরা কথা শুনলাম৷ শুধুই কথা৷ কাজের কাজ কিছু নেই৷'

advertisement

তিনি আরও বলেন, 'কী চলছে, কী হতে চলেছে, সবই বুঝতে পারছেন৷ আম আদমির সাহায্যের জন্য কিছুই করা হয়নি৷'

বাংলা খবর/ খবর/দেশ/
Budget 2020: 'হয়তো দীর্ঘতম বাজেট বক্তৃতা, কিন্তু ফাঁপা-গালভরা,' প্রতিক্রিয়া রাহুলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল