নোটবন্দির সিদ্ধান্ত জোরালো প্রভাব ফেলেছিল আবাসন শিল্পেও। দেশ জুড়েই আর্থিক মন্দার মুখে পড়ে ওই শিল্প। প্রায় ৪৪ শতাংশ বিক্রি কমে যায় আবাসন ক্ষেত্রে। কিন্তু, নোটবাতিলের পর প্রথম বাজেটে, সুলভ আবাসনকে পরিকাঠামো শিল্পের তকমা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাতেই ঘাটতি মিটবে বলে মত বিনিয়োগকারীদের। কিন্তু, কীভাবে? দেখে নিন,
- পরিকাঠামোর তকমায় আবাসন শিল্পে বিনিয়োগ সহজ হবে
advertisement
- পুঁজির ক্ষেত্রে আরও অনেক নতুন পথ খুলে যাবে
- বাজারে আরও বেশি আবাসন প্রকল্প তৈরি হবে
- মানুষের চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য থাকবে
- পরিকাঠামো শিল্পের তকমা পাওয়ায় কর ছাড় পাওয়া যাবে
- ফলে, ব্যাঙ্ক ঋণে সুদ কমবে
- এখনই বাড়ি কেনার সুবর্ণ সুযোগ
গত কয়েক বছরে আবাসন শিল্পে বৃদ্ধির গতি বেশ কম ছিল। নতুন বাজেটে আবাসন শিল্পে আর্থিক বৃদ্ধি বাড়বে বলেই মনে করছেন বিনিয়োগকারীরা ৷ ক্রেডাই প্রেসিডেন্ট নন্দু বিলানির মতে,
- ব্যাঙ্ক ঋণে সুদের হার কমবে
- করছাড় পাওয়া যাবে
- নানা ছাড়ের সুবিধা পাবেন ক্রেতারাও
- ফ্ল্যাট কিনে বিক্রি করলেও সুবিধা পাওয়া যাবে
- ফ্ল্যাট কেনার ঝোঁক বাড়বে
সাধ্যের মধ্যেই মাথার ওপর ছাদ মিলবে বলে জানাচ্ছেন বিনিয়োগকারীরা ৷ এলআইজি ও এমআইজি আবাসনে চাহিদা বাড়বে ৷ সবার বাড়ির স্বপ্ন পূর্ণ হবে ৷
নতুন বাজেটে এক কামরা বা দুই কামরার ফ্ল্যাটের ক্ষেত্রে প্রায় দশ শতাংশ খরচ কমে যাবে বলে মনে করা হচ্ছে। আবাসন শিল্পের বাজার চাঙ্গা হওয়ার অপেক্ষায় বিনিয়োগকারীরা।