আরও পড়ুন: আমেরিকা সফরে মোদি! রাশিয়া-ইউক্রেনে শান্তি ফেরানো লক্ষ্য, আলোচনায় আর কী কী?
কম্পিউটার সায়েন্সের অন্তিম বর্ষের কুশল গৌড়া নামে ওই ছাত্র ওই শহরেরই এক বেসরকারি ইঞ্জিয়ারিং কলেজের পড়ুয়া। মাইসোর রোডের কুম্বলাগোডুতে ওই কলেজটি অবস্থিত।
এই ঘটনাটি সামনে আসতেই পুলিশে খবর দেওয়া হয়, ওই ছাত্রটিকে একটি কিউবিকলে বসে নিজের মোবাইলে এই কুকর্ম করার সময়েই হাতেনাতে ধরা হয় তাঁকে।
advertisement
আরও পড়ুন: প্রতি ঘণ্টায় ভারতে কতজনকে কুকুরে কামড়ায়? সংখ্যাটা আঁতকে ওঠার মতোই
পুলিশ সূত্রে খবর, শুক্রবার কুশল মহিলাদের শৌচাগারে প্রবেশ করে সকাল সাড়ে ১০টা নাগাদ। সে সেখানে বসেই চুপিচুপি নিজের মোবাইলে রেকর্ড করছিল। এইভাবে মিনিট ১৫ থাকার পর হঠাৎ তাঁর ফোন বেজে ওঠে। এরপরেই শৌচাগারে উপস্থিত মহিলারা কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। তাঁকে এরপর কলেজের প্রিন্সিপালের সামনে আনা হয়।
এই বিষয় তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, “কুশল নামে ওই ছাত্রকে কুকর্ম করার সময় হাতেনাতে ধরা হয়। সে নিজের মোবাইল ফোনটি দেওয়াল আর শৌচাগারের মাঝের যে ফাঁক রয়েছে সেখানে রেখে দিয়েছিল হঠাৎ করেই ফোন বেজে ওঠায় বিপত্তি হয়। ধরা পড়ে যায় সে।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে মহিলা শৌচাগারের সামনের যে সিসিটিভি কার্যকর নয় ফলে সেই সুযোগই নিয়েছিল ওই ছাত্র। আপাতত তাঁকে আটক করেছে পুলিশ। তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।