গতকাল অর্থাৎ রবিবার একাধিক বুথ ফেরত সমীক্ষার ফল থেকে একটি Sবিষয় স্পষ্ট ৷ সম্ভবত, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে গেরুয়া শিবির ৷ সেই সমীক্ষার একদিন পরে অর্থাৎ সোমবার আচমকাই সনিয়া এবং রাহুলের সঙ্গে বৈঠক বাতিল করলেন মায়াবতী ৷ প্রবীণ বিএসপি নেতা সতীশ চন্দ্র মিশ্র স্পষ্ট জানিয়ে দিলেন, ‘দিল্লিতে মায়াবতী জির আজ কোনও বৈঠকের দিনক্ষণ স্থির হয়নি ৷ আজ বিশেষ কাজে লখনউ যাচ্ছেন মায়াবতী জি ৷’
advertisement
মোদি-বিরোধী জোট শক্তিশালী করে গড়ে তোলার জন্যই বৈঠক করছেন বিরোধী দলের নেতারা ৷ ইতিমধ্যেই গত শনিবার রাহুল গান্ধি, মায়াবতী এবং অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ তবে, এই মহাজোট থেকে এখনও নিজেকে দূরে সরিয়ে রেখেছেন মায়াবতী ৷ রাজনৈতিক মহলের দাবি, এই বিজেপি-বিরোধী মহাজোটে বিএসপি সুপ্রিমো মায়াবতী যদি হাত মেলান ৷ তাহলে অনেক হিসেবই ওলট-পালট হয়ে যেতে পারে ৷ তবে, এই প্রসঙ্গে ২৩-মের আগে কোনওভাবেই কোনও কথা বলতে চাইছেন না মায়াবতী ৷