এছাড়াও গুরুদাসপুরের গোলা দোলা গ্রামে একটি ডিজেআই ম্যাভিক ৩ ক্লাসিক ড্রোনও বাজেয়াপ্ত করা হয়েছে। দিনের পর দিন পাচারকারীরা এইসব জিনিস পাচার করেই চলেছে৷ এবার কড়া নজরদারি চালাতে সীমান্তে পাচার রোধ করল বিএসএফ৷ বর্ধিত নজরদারি এবং দ্রুত পদক্ষেপের মাধ্যমে, বিএসএফ পাচারকারীদের নোংরা পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে৷
advertisement
এখানেই শুধু নয়, ভারত-পাকিস্তান সাম্প্রতিক অশান্তির আবহে মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নিমতিতার দুর্গাপুর-বরোজডিহি গ্রামে শনিবার ভোর রাতে একটি ড্রোন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সামশেরগঞ্জ থানার অন্তর্গত নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর-বরোজডিহি গ্রামে কিছু যুবক মাঠের পাশে বসে গল্প করছিল। সেই সময়ে ওই গ্রামের বাসিন্দা জনৈক পলাশ নামে বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি ভুট্টার জমির পাশে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন পড়ে থাকতে দেখেন।যদিও সেই সময়ে ড্রোনটির কোনও মালিককে খুঁজে পাওয়া যায়নি।
এরপর এক ব্যক্তি ড্রোনটিকে নিজের বাড়িতে নিয়ে যান। ওই ব্যক্তি ড্রোনটি নিজের বাড়িতে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই এলাকায় ড্রোন উদ্ধারের খবর ছড়িয়ে পড়ে।এই ঘটনায় জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার অমিত কুমার সাউ বলেন,’ উদ্ধার হওয়া ড্রোনটি কোথা থেকে এসেছে পুলিশ তা খতিয়ে দেখছে। ড্রোনটি পরীক্ষা করার জন্য বিএসএফ নিয়ে গিয়েছে।’