TRENDING:

BSF Jawan Purnam Shaw: ঘুম- বাথরুম বন্ধ, পাকিস্তানে বন্দিদশায় অকথ্য অত্যাচার! এখনও আতঙ্কে বিএসএফ জওয়ান পূর্ণম

Last Updated:

পূর্ণমের থেকে তাঁর বন্দিদশা সংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি তাঁর এই আতঙ্ক কাটানোরও চেষ্টা চলছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রায় তিন সপ্তাহ পাকিস্তানি সেনার হাতে বন্দি হয়েছিলেন৷ দেশে ফিরে আসার পরেও এখন আতঙ্কের ঘোরে রয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ৷ সূত্রের খবর, পাক রেঞ্জার্সদের হাতে বন্দি থাকাকালীন বিএসএফ জওয়ানের উপরে রীতিমতো মানসিক নির্যাতন চালানো হয়৷ সেই আতঙ্কের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি হুগলির রিষড়ার বাসিন্দা এই বিএসএফ জওয়ান৷
বিএসএফ জওয়ান পূর্ণম সাউ৷
বিএসএফ জওয়ান পূর্ণম সাউ৷
advertisement

গত ২৩ এপ্রিল কর্তব্যরত অবস্থায় ভুল করেই সীমানা পেরিয়ে পাকিস্তানের এলাকায় ঢুকে পড়েন পূর্ণম৷ এর পরই তাঁকে বন্দি করে পাকিস্তানি রেঞ্জার্সরা৷ এর পর পূর্ণমকে মুক্তি দেওয়ার জন্য দফায় দফায় বিএসএফ-এর পক্ষ থেকে পাকিস্তানি রেঞ্জার্সদের সঙ্গে মধ্যস্থতা শুরু হয়৷ কিন্তু উপরমহল থেকে অনুমতি মিলছে না, এই অজুহাতে বিএসএফ জওয়ানকে আটকে রাখে পাকিস্তানি রেঞ্জার্সরা৷

advertisement

ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হওয়ার পর বুধবার পূর্ণমকে মুক্তি দেয় পাকিস্তান৷ ওয়াঘা আটারি সীমান্ত দিয়ে দেশে ফেরেন তিনি৷ এর পরই প্রোটোকল মেনে শুরু হয়েছে পূর্ণমের ডিব্রিফিং প্রক্রিয়া৷ তখনই বন্দিদশায় তাঁর উপরে হওয়া অত্যাচারের কথা বিএসএফ কর্তাদের জানিয়েছেন পূর্ণম৷ তবে পূর্ণমের শরীরে কোনও শারীরিক আঘাতের চিহ্ন মেলেনি বলেই খবর৷

advertisement

সূত্রে খবর, বন্দিদশায় পূর্ণমকে ঠিকমতো ঘুমোতে দেওয়া হয়নি৷ এমন কি, তাঁকে বাথরুমেও যেতে দেওয়া হত না বলে অভিযোগ৷ মাঝেমধ্যেই ওই বিএসএফ জওয়ানের চোখ বেঁধে রেখে ভয় দেখানো হত বলেও সূত্রের খবর৷ আর এই আতঙ্কের রেশ এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি পূর্ণম৷ নিজের পরিণতি কী হবে, পাকিস্তানে বন্দি থাকা অবস্থায় মনের মধ্যে তৈরি হওয়া সেই আতঙ্কই এখনও পূর্মকে তাড়া করে বেড়াচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পূর্ণমের থেকে তাঁর বন্দিদশা সংক্রান্ত তথ্য সংগ্রহের পাশাপাশি তাঁর এই আতঙ্ক কাটানোরও চেষ্টা চলছে৷ বিএসএফ আধিকারিকরা ভরসা দিচ্ছেন পূর্ণমকে৷ এখনও রিষড়ায় পূর্ণমের বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে তাঁর পরিবার৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
BSF Jawan Purnam Shaw: ঘুম- বাথরুম বন্ধ, পাকিস্তানে বন্দিদশায় অকথ্য অত্যাচার! এখনও আতঙ্কে বিএসএফ জওয়ান পূর্ণম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল