TRENDING:

Karnataka: ম্যাজিক ফিগার ১০৫, আজ কর্নাটকে শক্তি পরীক্ষা ইয়েদুরাপ্পার

Last Updated:

কংগ্রেস ও জেডিএস-এর বিদ্রোহী ১৪ জন বিধায়কের সদস্যপদ খারিজ করেছেন কর্নাটক বিধানসভার স্পিকার রমেশ কুমার৷ অধ্যক্ষের পদক্ষেপের জেরে ম্যাজিক ফিগার ১০৫৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: কংগ্রেস-জেডিএস সরকার ভেঙে গিয়েছে৷ কর্নাটকের দীর্ঘ দিন ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার পর৷ আজ অর্থাত্‍ সোমবার রাজ্যের  মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পার শক্তি পরীক্ষা৷ কর্নাটক বিধানসভায়‌ আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলেই কর্নাটকে ফের বিজেপি সরকার৷
advertisement

কংগ্রেস ও জেডিএস-এর বিদ্রোহী ১৪ জন বিধায়কের সদস্যপদ খারিজ করেছেন কর্নাটক বিধানসভার স্পিকার রমেশ কুমার৷ অধ্যক্ষের পদক্ষেপের জেরে ম্যাজিক ফিগার ১০৫৷ ১০৫ বিধায়ক থাকায় আস্থা ভোটে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ইয়েদুরাপ্পা৷ অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছেন দুই কংগ্রেস ও এক নির্দল সহ ৩ বিধায়ক৷

এর আগে ১৪ মাসের পুরনো কংগ্রেস জেডিএস সরকারের বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপি। তারা ১০৫-৯৯ ভোটে জিতে যায় বিজেপি। পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। সেই অনাস্থায় কোনও বিদ্রোহী বিধায়কই অংশ নেননি। এদিকে আস্থা ভোটের পাশাপাশি রাজ্যের অর্থ বিলও ৩১ জুলাইয়ের মধ্যে পাশ করাতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Karnataka: ম্যাজিক ফিগার ১০৫, আজ কর্নাটকে শক্তি পরীক্ষা ইয়েদুরাপ্পার