প্রতিবেদন অনুসারে, গমদূর সিংয়ের ছেলে অর্জপ্রীত সিংহ ও তার বিবাহিত বোন হরপ্রীত কৌরের মধ্যে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চলছিল।
গমদূর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তার তিন কন্যার নামে পৈতৃক জমি লিখে দিতে চেয়েছিলেন, কারণ তার ছেলে মাদকাসক্ত ছিল। তবে তার স্ত্রী চেয়েছিলেন, সম্পত্তি অর্জপ্রীতের নামে থাকুক। এই মতবিরোধের কারণে গমদূর ও তার স্ত্রী নিজেদের সম্পত্তি ভাগ করে নেন।
advertisement
গমদূরের বড় মেয়ে হরপ্রীত কৌর বিবাহিত ছিলেন, দ্বিতীয় মেয়ে বিধবা এবং ছোট মেয়েটি পড়াশোনা করছিল। বাবার অসুস্থতার কারণে হরপ্রীত তার স্বামী রেশম সিংহকে নিয়ে বাবার বাড়িতে এসে থাকছিলেন।
আরও পড়ুন: ব্লিংকিট ডেলিভারি বয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যু! অভিযুক্ত বাস চালকের সন্ধানে পুলিশ
শুক্রবার সকালে, জমি সংক্রান্ত বিরোধ চরমে পৌঁছলে অর্জপ্রীত রাগের মাথায় ধারালো অস্ত্র নিয়ে তার বোন ও দুলাভাইয়ের উপর হামলা চালায় এবং ঘটনাস্থলেই তারা মারা যান।
গ্রামের সরপঞ্চ চাঁদ সিংহ জানান, পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে প্রায়ই অশান্তি হতো। তিনি আরও জানান, অভিযুক্ত অর্জপ্রীত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল এবং বাড়িতে নানা সমস্যা সৃষ্টি করত।