TRENDING:

Gujarat Bridge Collapse: গুজরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ! একের পর তলিয়ে গেল পাঁচটি গাড়ি, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

Last Updated:

ব্যস্তদিনে সেতুর উপরে ছুটে চলেছে একের পর এক গাড়ি, হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত সেতু! বুধবার সকালে গুজরাতের ভদোদরাতে নদীর উপরে ভেঙে পড়ল সেতু। গুজরাতের ভদোদরা এবং আনন্দের সংযোগকারী এই গম্ভীরা সেতু ভেঙে পড়ে নদীতে। এই মর্মান্তিক ঘটনায় মারা গিয়েছেন দুইজন,আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছেন আরও তিনজন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভদোদরা:  ব্যস্তদিনে সেতুর উপরে ছুটে চলেছে একের পর এক গাড়ি, হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত সেতু! বুধবার সকালে গুজরাতের ভদোদরাতে নদীর উপরে ভেঙে পড়ল সেতু। গুজরাতের ভদোদরা এবং আনন্দের সংযোগকারী এই গম্ভীরা সেতু ভেঙে পড়ে নদীতে। এই মর্মান্তিক ঘটনায় মারা গিয়েছেন  ৯ জন। ,আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছেন আরও তিনজন।
গুজরাতের ভদোদরাতে ভেঙে পড়ল আস্ত ব্রিজ।
গুজরাতের ভদোদরাতে ভেঙে পড়ল আস্ত ব্রিজ।
advertisement

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার সময় সেতুর উপরে বহু গাড়ি ছিল। সেতু ভেঙে পড়ায় নদীতে তলিয়ে গিয়েছে বহু গাড়ি। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

আরও পড়ুন: পাগলের মতো খুঁড়েছিলেন মাটি, চাপা পড়ার ৫ ঘণ্টা পরে উদ্ধার! মৃত্যুকেও হারিয়ে দিলেন তরুণী

advertisement

দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী। জানা গিয়েছে, সেতু ভেঙে পড়ায় মোট ৫টি গাড়ির সলিল সমাধি ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর সামনে এসেছে। এই ঘটনায় আহত হয়েছেন তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পিএমও-এর এক্স হ্যান্ডেলে এই কথা জানানো হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মহিসাগর নদীর উপরে তৈরি হয়েছিল এই গম্ভীরা সেতু। ভদোদরা এবং আনন্দকে যুক্ত করত এই সেতু। কিন্তু, বুধবার সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই সেতু। ঘটনার খবর পাওয়ামাত্রই উদ্ধারকাজে তৎপর হয় পুলিশ এবং দমকলকর্মীরা। বহু মানুষকে উদ্ধার করলেও ৮ জনের মৃত্যু হয়েছে এই সেতু দুর্ঘটনায়। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে অনুমান করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Gujarat Bridge Collapse: গুজরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ! একের পর তলিয়ে গেল পাঁচটি গাড়ি, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল