ঘটনাটি হল, দুইবাড়ির মধ্যে বিয়ের প্রস্তুতি প্রায় পাকা হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: মহাকুম্ভ যাওয়া ট্রেনের যাত্রীদের উপর দুমদাম ছোড়া হচ্ছে পাথর! ভাইরাল ভিডিও, ঘটনা কী?
কিন্তু, শেষ মুহূর্তে বেঁকে বসেন কন্যাপক্ষের কাকা। পাত্রীর কাকা পাত্রের ‘সিবিল স্কোর’ দেখতে চান। আর তা দেখেই চোখ ছানাবড়া হয়ে যায় তাঁর। পাত্রের রয়েছে বহু জায়গায় লোন ফলে ‘সিবিল স্কোর’ ঠেকেছে তলানিতে। এরপরেই বিষয়টি পরিবারের বাকিদের জানান পাত্রীর কাকা। প্রশ্ন তোলেন ভবিষ্যতে পাত্রের আর্থিক সুরক্ষা নিয়েও।
advertisement
আরও পড়ুন: মোদি ফেরার পরেই দিল্লির শপথগ্রহণ? জমকালো অনুষ্ঠানের প্ল্যান বিজেপির! আমন্ত্রণে কারা কারা?
ফলে, কন্যাপক্ষের বাড়ি থেকে প্রশ্ন তোলা হয় কীভাবে পাত্র আর্থিক ভাবে সংকুলান করে উঠতে পারবে! ফলে বিয়েই ভেঙে যায়।
এই ঘটনা সামনে আসতেই রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর আগেও নানান কারণে বিয়ে ভাঙার ঘটনা সামনে এসেছে কিন্তু এই ধরনের আজব ঘটনায় বিয়ে ভাঙার ঘটনা হয়ত কিছুটা হলেও বিরল।