যেহেতু জলজ জীবাণুর আক্রমণের প্রাদুর্ভাব বাড়ছে, তাই অবিলম্বে জলবাহিত সংক্রমণ রুখতে নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ৷
সম্প্রতি কেরলের তিরুঅনন্তপুরমে ১৭ বছর বয়সি একজন কিশোর স্থানীয় একটি গ্রামের একটি সুইমিং পুলে সাঁতার কাটার পর অসুস্থ হয়ে পড়ে৷ তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক৷ এর পরই ওই পুল বন্ধ করে সেখানকার জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷
advertisement
কিছুদিন আগে কোঝিকোড়ের বাসিন্দা ৪৯ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়৷ তাঁর মাথায় চোট লাগার পর মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়ে৷ এই একই জলজ জীবাণুর সংক্রমণে কোঝিকোড়ের বাসিন্দা ৯ বছর বয়সি এক বালিকারও কিছুদিন আগে মৃত্যু হয়৷ দ্রুত তার অবস্থার অবনতি ঘটে৷ আক্রান্তদের মধ্যে তিন বছর বয়সি শিশু থেকে শুরু করে প্রবীণরাও রয়েছে৷
অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস কী?
অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস হল মস্তিষ্ক কুড়ে কুড়ে খায়, এমন একটি জলজ জীবাণুর সংক্রমণ৷ এই ধরনের জীবাণু উষ্ণ, স্থির, পরিশুদ্ধ নয় এবং জলাশয়ের জলে মিশে থাকে৷ নাক দিয়ে তা মানুষের শরীরে প্রবেশ করে৷
এই ধরনের সংক্রমণ অত্যন্ত বিরল কিন্তু খুবই প্রাণঘাতী৷ এই সংক্রমণে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার গোটা বিশ্বেই যথেষ্ট বেশি৷ শরীরে প্রবেশ করলে এই জীবাণু দ্রুত মস্তিষ্কে পৌঁছে শারীরিক সমস্যা বাড়াতে থাকে৷
অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস-এর উপসর্গ
জ্বর, মাথাব্যথা, বমি, ঘাড় শক্ত হয়ে আসা, মাথা ঘোরানো৷
কেরল সরকারের সতর্কবার্তা
অপরিষ্কার পুকুর বা জলাশয়ে স্নান না করা৷
সুইমিং পুলগুলি নিয়মিত পরিষ্কার করা৷
নাক দিয়ে জল কোনও কারণে শরীরে প্রবেশ করলে তা যাতে পরিশুদ্ধ এবং পরিষ্কার হয়, তা নিশ্চিত করা৷
বাড়ির ট্যাঙ্ক, কুয়ো পরিষ্কার করা, জীবাণুমুক্ত রাখা৷
অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস-এর উপসর্গগুলি দেখা দিলে দ্রুত চিকিৎসক বা হাসপাতালে যাওয়া৷ দ্রুত এই রোগ নির্ণয় করা হলে প্রাণহানির ঝুঁকি কমে৷