মদ্যপ ৪৫ বছর বয়সী স্বামী বীরু এবং ৪০ বছর বয়সী পুতুল দেবী দরজা বন্ধ করে একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে। বিষয়টি এতটাই বেড়ে যায় বীরু লাঠি তুলে পুতুলকে বারবার আক্রমণ করছিল। পুতুলের বোন আশা দেবী এবং প্রতিবেশীরা ঝগড়া থামানোর চেষ্টা করলেও দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভাঙার সময়, পুতুল মাটিতে মৃত অবস্থায় পড়েছিল। কিন্তু, তার আগেই বীরু স্কাইলাইট ভেঙে পালিয়ে গিয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ মাত্র ৪০ মিনিটেই বারাসত-বনগাঁ! নয়া উড়ালপুল পেতে ১ বছর বন্ধ হবে যশোর রোড…! বিকল্প কোন পথে যান চলাচল?
পুলিশ খুনিকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এদিকে, পুলিশ গ্রাম থেকেই বীরুকে গ্রেফতার করেছে। মৃত পুতুলের বোন আশা জানিয়েছেন, তাদের দু’জনেরই মদ্যপানের নেশা প্রতিদিন ঝগড়ার কারণ হত। এবার এই নেশা খুনের মতো জঘন্য অপরাধের দিকে ঠেলে দেয়। পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।
বীরু এবং পুতুলের তিনটি সন্তান। এক মেয়ে বিবাহিত এবং দুই ছেলে বাইরে কাজ করে। এই ঘটনা পুরো পরিবারকে ভেঙে দিয়েছে। প্রতিবেশীরাও এই ঘটনায় হতবাক। মদ্যপানের বিষয়ে কড়া হোক প্রশাসন, দাবি জানিয়েছেন অনেকেই। মুঙ্গেরের এই ঘটনা প্রকাশ্যে মদ্যপানের সহজলভ্যতার গল্প তুলে ধরেছে।